জুবিন গার্গের মৃত্যুর তদন্ত দ্রুত গতিতে এগোচ্ছে, জানালেন এসআইটি প্রধান মুন্না প্রসাদ গুপ্ত

গুয়াহাটি, ১৩ অক্টোবর : বিশিষ্ট গায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর তদন্ত নিয়ে সোমবার সংবাদমাধ্যমকে ব্রিফ করলেন সিআইডি-র স্পেশাল ডিরেক্টর জেনারেল ও স্পেশাল ইনভেস্টিগেশন টিম-এর প্রধান মুন্না প্রসাদ গুপ্ত। তিনি জানান, তদন্ত দ্রুত গতিতে ও পুরোপুরি আইনসিদ্ধ প্রক্রিয়ায় এগোচ্ছে।

গুপ্ত বলেন, মামলার সঙ্গে যুক্ত একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য হাজির হয়েছেন এবং আগামী কয়েক দিনের মধ্যে আরও কয়েকজন তদন্তে যুক্ত হবেন। তিনি জানান, “পরবর্তী দুই দিনের মধ্যে আরও কিছু লোক তদন্তে যোগ দেবেন। সিঙ্গাপুর থেকেও একজন আসার সম্ভাবনা রয়েছে, হয়তো আজই তিনি পৌঁছবেন।”

পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে ছড়ানো জল্পনা প্রসঙ্গে গুপ্ত পরিষ্কার জানিয়ে দেন, “আগামীকাল বিকেল ৪টায় রিপোর্ট প্রকাশ করা হবে না। এটি সরাসরি আদালতের কাছে জমা দেওয়া হবে। ইতিমধ্যে এসআইটি রিপোর্ট পেয়ে গিয়েছে।”

তদন্ত প্রসারে সিঙ্গাপুরে যাওয়ার জন্য অনুমতি চাওয়া হয়েছে বলেও জানান গুপ্ত। তিনি বলেন, “সিঙ্গাপুরেও সমান্তরাল তদন্ত চালানো হচ্ছে এবং সমস্ত প্রয়োজনীয় তথ্য সেখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে শেয়ার করা হয়েছে। অনুমতি মিললেই এসআইটি-র একটি দল সিঙ্গাপুরে গিয়ে তদন্ত চালাবে।”

তিনি আরও জানান, বর্তমানে ১৪ দিনের হেফাজতে থাকা ব্যক্তিদের এখনই পুনরায় জিজ্ঞাসাবাদ করা সম্ভব নয়, কারণ তা আইনগত সীমাবদ্ধতার মধ্যে পড়ে। “তদন্ত এক্সপার্ট কমিটির রিপোর্টের দিকনির্দেশনা অনুযায়ীই চলছে এবং সব প্রক্রিয়া কঠোরভাবে আইন মেনে করা হচ্ছে,” বলেও জানান গুপ্ত।

সিআইডি-র এসডিজিপি আশ্বস্ত করেছেন যে, পুরো তদন্ত কাজ আইনসঙ্গত ও স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হচ্ছে এবং তদন্তের অগ্রগতি সম্পর্কে ভবিষ্যতেও নিয়মিত আপডেট দেওয়া হবে।

জুবিন গার্গের আকস্মিক মৃত্যু নিয়ে রাজ্যজুড়ে শোকের আবহের মধ্যেই এই তদন্ত রাজ্যের সাংস্কৃতিক জগতে ও সাধারণ মানুষের মধ্যে গভীর আগ্রহ তৈরি করেছে।