আগরতলা, ১২ অক্টোবর : রাজধানীর ইন্দ্রনগর এলাকা থেকে অপহৃত এক নাবালিকাকে উদ্ধার করেছে পুলিশ। রাজ্য পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, ওই নাবালিকাকে উদয়পুর মহকুমার মহারানী এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে, যার মধ্যে তিনজনই নাবালক। গ্রেপ্তার হওয়া প্রাপ্তবয়স্ক অভিযুক্তকে ইতিমধ্যে আদালতে তোলা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
রাজ্য পুলিশের পক্ষ থেকে রবিবার দুপুরে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, ঘটনার পেছনে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অপহরণের উদ্দেশ্য ও পরিকল্পনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

