ব্রেন টিউমারে আক্রান্ত স্বামীর চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন অসহায় স্ত্রীর

চড়িলাম, ১১ অক্টোবর: চড়িলাম ব্লকের অন্তর্গত উত্তর ব্রজপুর গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ড, কদমতলী চৌমুহনি এলাকার বাসিন্দা অনিল দেবনাথ (৪০) দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে আক্রান্ত। বর্তমানে তার শারীরিক অবস্থার চরম অবনতি হওয়ায়, জরুরি ভিত্তিতে অপারেশনের প্রয়োজন হলেও অর্থাভাবে থমকে আছে চিকিৎসা। স্বামীর জীবন বাঁচাতে অসহায় স্ত্রী রিঙ্কু দেবনাথ (৩০) সরকারের সহানুভূতি ও আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন সংবাদমাধ্যমের মাধ্যমে।

জানা গেছে, ২০১৭ সালে অনিল দেবনাথ প্রথম ব্রেন টিউমারে আক্রান্ত হন। তৎকালীন সময়ে জায়গা-জমি বিক্রি করে, মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে তাকে কলকাতায় নিয়ে গিয়ে সফলভাবে অপারেশন করান রিঙ্কু দেবনাথ। অপারেশনের পর কিছুদিনের জন্য স্বাভাবিক জীবনযাপন করলেও, দুই মাস আগে হঠাৎ মাথাব্যথা শুরু হয় তার।

পরবর্তীতে আগরতলা জিবিপি হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, অনিল দেবনাথের মস্তিষ্কে আবারও দুটি টিউমার ধরা পড়েছে, যা অতি দ্রুত অপারেশন না করলে প্রাণঘাতী হতে পারে।

কিন্তু এই মুহূর্তে তাদের কাছে চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ নেই। অনিল দেবনাথ পেশায় রাজমিস্ত্রি হলেও বর্তমানে অসুস্থতার কারণে তিনি সম্পূর্ণভাবে কর্মক্ষমতা হারিয়েছেন। একমাত্র আয়ের উৎস বন্ধ হয়ে যাওয়ায় পরিবারটি এখন চরম আর্থিক সংকটে ভুগছে।

রিঙ্কু দেবনাথ বলেন, আমি একেবারেই অসহায়। মানুষের দুয়ারে ঘুরে ঘুরে সাহায্য চাইছি, কিন্তু যেটুকু সাহায্য পাচ্ছি, তাতে স্বামীর অপারেশন করানো সম্ভব নয়। তাই মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা-র কাছে আমার হাতজোড়ে অনুরোধ, তিনি যেন একজন ডাক্তার হিসেবে, একজন মানবিক মানুষ হিসেবে আমার স্বামীর চিকিৎসার দায়িত্ব নেন।

এই নিঃসন্তান, নিম্নবিত্ত পরিবারের একমাত্র ভরসা এখন সরকার ও সমাজের সাহায্য। গৃহবধূর বিশ্বাস, মুখ্যমন্ত্রী সহ রাজ্য সরকার তাদের পাশে দাঁড়ালে স্বামীর জীবন বাঁচানো সম্ভব।

এদিকে, এলাকায় এই খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দারাও অনিল দেবনাথের পাশে দাঁড়ানোর জন্য সমাজের সকল স্তরের মানুষের কাছে অনুরোধ জানিয়েছেন।