সোশ্যাল মিডিয়ায় কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ অক্টোবর: সোশ্যাল মিডিয়ায় অপমানজনক ও ধর্মীয় বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর সংঘ। অভিযোগকারীর দাবি, নীলাঞ্জন দাস (বিপ্লব) নামের এক ব্যক্তি জাতীয় সংগীতকে বিকৃত করে এবং সমাজবিরোধী উদ্দেশ্যে তা প্রচার করেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ওই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার চেষ্টা করেছেন এবং জাতীয় সংগীত বিকৃত করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভের সঞ্চার ঘটিয়েছেন। এমন কর্মকাণ্ডে জাতীয় সংহতি বিনষ্ট হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

অভিযোগকারী এই বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা ২৯৫ (ধর্মীয় অনুভূতিতে আঘাত), ৫০৫ (সামাজিক সম্প্রীতি নষ্টের চেষ্টা) ও ৫০৯ (মহিলাদের মর্যাদা হানি) ধারায় মামলা রুজুর দাবি জানিয়েছেন।
তিনি পশ্চিম আগরতলা থানার ওসির নিকট আবেদন করে অভিযুক্তের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।