বিলাসপুর, ৮ অক্টোবর: হিমাচল প্রদেশের বিলাসপুর জেলায় এক ভয়াবহ বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে, দুইজন আহত হয়েছে এবং এক শিশুকে এখনও নিখোঁজ বলে আশঙ্কা করা হচ্ছে। প্রবল বৃষ্টির মধ্যেই উদ্ধারকাজ জারি রয়েছে।
জান্ডুটা উপবিভাগের ভল্লু পুল এলাকার কাছে একটি বেসরকারি যাত্রীবাহী বাস পাহাড় ধসের ধ্বংসস্তূপে সম্পূর্ণভাবে চাপা পড়ে যায়। পাহাড় থেকে বড় বড় পাথর ও কাদামাটি নেমে এসে বাসটিকে মাটিচাপা দিয়ে দেয়। দুর্ঘটনায় বাসচালক ও কন্ডাক্টরসহ মোট ১৫ জনের মৃত্যু হয়েছে বলে প্রশাসন জানিয়েছে। বাসটিতে দুর্ঘটনার সময় প্রায় ১৭ জন যাত্রী ছিলেন।
উদ্ধারকর্মীরা দুই শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করে বিলাসপুরের এইমস হাসপাতালে ভর্তি করেছেন। তবে প্রায় আট বছর বয়সী এক শিশু এখনও নিখোঁজ। থানার এসএইচও রাকেশ কুমার জানিয়েছেন, তিনি ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার অভিযান তত্ত্বাবধান করছেন। লাগাতার বৃষ্টির মধ্যেও পুলিশ, এনডিআরএফ এবং স্থানীয় প্রশাসনের কর্মীরা নিখোঁজ শিশুটিকে খুঁজে বের করার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
এদিকে, ভারতের উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি সামাজিক মাধ্যমে শোকবার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

