সিকিম: টানা বৃষ্টিতে ধসের আশঙ্কা, সেভক-রংপো জাতীয় সড়কে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা

রংপো, ৭ অক্টোবর : টানা বর্ষণে ধসের সম্ভাবনা তৈরি হওয়ায় জাতীয় সড়ক ১০-এ সেভক (পশ্চিমবঙ্গ) থেকে রংপো (সিকিম) পর্যন্ত পথে ভারী বাণিজ্যিক যানবাহনের চলাচলে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করল ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড ।

এই নির্দেশিকা অনুযায়ী, ৭ অক্টোবর মধ্যরাত থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং তা চার সপ্তাহ পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। এই সময়কালে ভারী বাণিজ্যিক যান চলাচল শুধুমাত্র সপ্তাহে তিন দিন—সোমবার, বুধবার ও শুক্রবার, রাত ১২টা থেকে রাত ১১:৫৯ পর্যন্ত অনুমোদিত থাকবে।

তবে, যাত্রীবাহী বাস আগের মতোই চলতে পারবে বলে জানানো হয়েছে।

এই সিদ্ধান্ত এসেছে উত্তরবঙ্গ ও সিকিমে লাগাতার প্রবল বৃষ্টিপাতের জেরে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ইতিমধ্যেই একাধিক ভূমিধস, নদীর জলস্ফীতি ও বন্যার কারণে কমপক্ষে ২৮ জনের মৃত্যু হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে NH-10 সড়কের অবকাঠামোও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সিলিগুড়ির প্রোজেক্ট মনিটরিং ইউনিট -এর তরফে জানানো হয়েছে, “যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়ক অবকাঠামোর আরও অবনতি রোধ করতেই এই সিদ্ধান্ত।”

জেলার প্রশাসনগুলিকে এই নিয়ন্ত্রণ কার্যকর করার জন্য বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশিকা বর্ডার রোডস অর্গানাইজেশন, আইরকন, এনএইচপিসি, পশ্চিমবঙ্গ পিডব্লিউডি, সীমান্তর সদর দপ্তর 33 কর্পস, এবং দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, নামচি, পাকইং ও গ্যাংটক জেলার পুলিশ প্রশাসনের কাছে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, NH-10 হল সিকিমের প্রধান সড়ক সংযোগপথ, যা এই পার্বত্য রাজ্যকে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত রাখে। প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তনের কারণে যে প্রবল আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগ তৈরি হচ্ছে, তা এই অঞ্চলের পরিকাঠামোগত নিরাপত্তাকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে।

সড়ক পরিস্থিতি, বিকল্প রুট ও প্রশাসনিক নির্দেশিকার জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।