মেলাঘর বড়দোয়াল পশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ছাই হয়ে গেল সবকিছু

মেলাঘর, ৭ অক্টোবর: ভয়াবহ অগ্নিকাণ্ডে বড়দোয়াল তহশিলের কবরস্থান সংলগ্ন পশু হাসপাতাল পুড়ে ছাই হয়ে গিয়েছে। মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে যায় হাসপাতালের ভেতরের সমস্ত জিনিসপত্র। আগুনের তীব্রতা এতটাই ছিল যে গোটা এলাকা ঘন ধোঁয়ায় ঢেকে যায়।

সূত্রে জানা গেছে, ভোররাতের দিকে হঠাৎ করেই আগুনের শিখা নজরে আসে আশেপাশের বাসিন্দাদের। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলবাহিনীকে। দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে।

ঠিক কীভাবে এই অগ্নিকাণ্ড ঘটল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের আশঙ্কা করা হলেও, দমকল বিভাগ এবং প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে।

ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। তবে হাসপাতালের মূল্যবান চিকিৎসা সামগ্রী, নথিপত্র এবং কিছু পশু চিকিৎসার যন্ত্রপাতি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে বলে জানা গেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় মানুষজনের অভিযোগ, বহুদিন ধরেই হাসপাতালের বিদ্যুৎ সংযোগ ও সুরক্ষা ব্যবস্থা নিয়ে উদাসীনতা ছিল কর্তৃপক্ষের।