রানি দুর্গাবতীর জয়ন্তীতে দেশজুড়ে শ্রদ্ধা: অমিত শাহসহ নেতাদের নতশির শ্রদ্ধাঞ্জলি

নয়াদিল্লি, ৫ অক্টোবর : আজ রানি দুর্গাবতীর জয়ন্তীতে সারা দেশে শ্রদ্ধা ও গর্বের আবহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানসহ বহু নেতা এই মহান বীরাঙ্গনার স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।
অমিত শাহ এক্স প্ল্যাটফর্মে লিখেছেন— “ন্যায়পরায়ণ শাসন, প্রজাভক্তি ও মাতৃভূমির রক্ষার প্রতীক রানি দুর্গাবতীজী গোঁডওয়ানাকে নারীশক্তি, জাতীয়তাবাদ ও সেবাভাবের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর জন্মজয়ন্তীতে তাঁকে নতমস্তকে প্রণাম জানাই।”
তিনি আরও বলেন, দেশের তরুণ প্রজন্মের উচিত রানি দুর্গাবতীর জীবনগাথা পড়ে জাতির প্রতি উৎসর্গের সংকল্প নেওয়া।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী এক্স পোস্টে লিখেছেন, “অদম্য সাহস, পরাক্রম ও শক্তিশালী নেতৃত্বে মুঘল শাসকদের পরাজিত করা মহান বীরাঙ্গনা রানি দুর্গাবতীজীকে শত শত প্রণাম। তাঁর শৌর্য, স্বাভিমান ও জাতীয়তাবোধ আমাদের সকলের জন্য চিরন্তন প্রেরণা।”
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা লিখেছেন, “মাতৃভূমির রক্ষায় প্রাণ বিসর্জন দেওয়া মহান বীরাঙ্গনা ও নারীশক্তির অনন্য প্রতীক রানি দুর্গাবতীর জন্মজয়ন্তীতে কোটি কোটি প্রণাম। তাঁর অটুট সাহস, ত্যাগ ও দেশপ্রেম আমাদের চিরকাল অনুপ্রাণিত করবে।”
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব লিখেছেন, “আপনার বীরত্ব, দৃঢ়তা ও সাহসে লেখা হয়েছে এক অমর শৌর্যগাথা। মাতৃভূমি ও স্বাভিমানের রক্ষায় মুঘলদের বিরুদ্ধে আপনার লড়াই ও আত্মত্যাগ আমাদের জন্য চিরন্তন উদাহরণ।”

কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, “বাজ বাহাদুরের বাহিনীকে পরাজিত করে ও মুঘল সেনাকে পিছু হটাতে বাধ্য করা অনন্য সাহস ও শৌর্যের প্রতিমূর্তি রানি দুর্গাবতীজীকে কোটি কোটি প্রণাম। মাতৃভূমির স্বাভিমান, স্বাধীনতা ও আদিবাসী গৌরব রক্ষায় তাঁর সংগ্রাম ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”
রানি দুর্গাবতী, যিনি ষোড়শ শতাব্দীতে গোঁডওয়ানার শাসনভার গ্রহণ করে মুঘল বাহিনীর বিরুদ্ধে বীরত্বপূর্ণ যুদ্ধ করেছিলেন, আজও নারীশক্তি, দেশপ্রেম ও আত্মত্যাগের প্রতীক হিসেবে ভারতের ইতিহাসে উজ্জ্বল। তাঁর জয়ন্তীতে দেশজুড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রার্থনা ও শ্রদ্ধা সভার আয়োজন করা হয়েছে।