৭ দফা দাবিতে রাজ্যজুড়ে আন্দোলনের ডাক বাঙালি ছাত্র যুব সমাজের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ অক্টোবরঃ
রাজ্যের বিভিন্ন সমস্যাকে কেন্দ্র করে ৭ দফা দাবিতে রাজ্যজুড়ে ব্যাপক প্রচার ও আন্দোলনের পথে নামার সিদ্ধান্ত নিয়েছে বাঙালি ছাত্র যুব সমাজ। রবিবার আগরতলার শিবনগরস্থিত রাজ্য কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সংগঠনের তরফে জানানো হয়েছে, দাবিগুলি অবিলম্বে পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবে তারা।
সংগঠনের রাজ্য সচিব বিপ্লব দাস জানান, রাজ্যের সরকারি দপ্তরগুলিতে বহুদিন ধরে বিপুল সংখ্যক শূন্য পদ পড়ে রয়েছে, কিন্তু তা পূরণের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। পাশাপাশি সরকারি ও বেসরকারি স্তরে রাষ্ট্রভাষা বাংলা ব্যবহারের ক্ষেত্রে গাফিলতি দেখা যাচ্ছে। এই বিষয়েও সংগঠন সোচ্চার হয়েছে।

সাত দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল, রাজ্যের সমস্ত সরকারি দপ্তরের শূন্য পদ অবিলম্বে পূরণ করতে হবে। ত্রিপুরার ‘লাইফ লাইন’ হিসেবে পরিচিত বিকল্প জাতীয় সড়কের মানোন্নয়ন নিশ্চিত করতে হবে। সরকারি ও বেসরকারি স্তরে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। শিক্ষাক্ষেত্রে বঞ্চনার অবসান ঘটাতে হবে। স্থানীয় যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। দুর্নীতি দমন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে। সাধারণ মানুষের মৌলিক নাগরিক অধিকার সুরক্ষিত রাখতে প্রশাসনিক পদক্ষেপ নিতে হবে।

সংগঠনের নেতারা জানান, এই দাবিগুলি জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আশা করেন, সরকার দ্রুত ইতিবাচক পদক্ষেপ নেবে। অন্যথায় আগামী দিনে রাজ্যজুড়ে ব্যাপক আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বাঙালি ছাত্র যুব সমাজ।