খোয়াই জেলায় পুলিশের অভিযানে ধ্বংস বিপুল পরিমাণ গাঁজা চাষ

আগরতলা, ৩ অক্টোবর: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল খোয়াই জেলা পুলিশ। আজ সকালে প্রায় দুই ঘণ্টা ধরে চলা অভিযানে টিএসআর ও বিএসএফ -এর যৌথ বাহিনী অংশ নেয়।
অভিযান চালানো হয় খেংরাবাড়ি ইন্দো-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায়। সেখানে প্রায় ৪৫ হাজার অপরিণত গাঁজা গাছ কেটে ধ্বংস করে বাহিনী।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সীমান্তবর্তী এলাকায় অবৈধ মাদকচাষ রোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এদিনের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা চাষ ধ্বংস হওয়ায় স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক চক্রের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।