পরকীয়ার জেরে স্বামী-সন্তান রেখে নিখোঁজ গৃহবধূ, চাঞ্চল্য কৈলাশহরে

কৈলাশহর, ৩ অক্টোবর: পরকীয়ার জেরে স্বামী ও সন্তানকে ফেলে নিখোঁজ গৃহবধূ। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গৌরনগর এলাকায়। ঘটনাটি ঘটেছে গৌরনগর আর ডি ব্লকের অন্তর্গত গৌরনগর গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডে।

অভিযোগ অনুযায়ী, ওই পঞ্চায়েতের বাসিন্দা সুনা মিয়ার ছেলে তাজুদুর রহমানের স্ত্রী চার বছরের শিশু সন্তানকে রেখে গত ১ অক্টোবর (বুধবার) থেকে নিখোঁজ। স্ত্রীকে না পেয়ে প্রথমে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ করেন তাজুদুর, তবে সেখান থেকে জানানো হয় তিনি ইরানি গ্রাম পঞ্চায়েতের শ্বশুরবাড়িতেও যাননি।
এরপর থেকেই সর্বত্র খোঁজাখুঁজি শুরু করেন তাজুদুর রহমান।

কিন্তু কোথাও সন্ধান না মেলায় শেষমেশ তিনি কৈলাশহর মহিলা থানার শরণাপন্ন হন। থানায় দেওয়া অভিযোগে তিনি উল্লেখ করেছেন, মাকে না পেয়ে তাঁর ছোট সন্তান সম্পূর্ণ অসহায় অবস্থায় রয়েছে। তার অনুমান, পরকীয়ার জেরেই পালিয়ে গেছে তার স্ত্রী।
ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে নিখোঁজ গৃহবধূকে উদ্ধারে পুলিশের দ্বারস্থ হয়ে সাহায্যের আবেদন করেছেন স্বামী তাজুদুর রহমান।