কন্যা সন্তান জন্মের আনন্দে গাড়ি সাজিয়ে বাড়ি ফেরানো, নজির গড়ল কৈলাসহরের পরিবার

কৈলাসহর, ২ অক্টোবর : কৈলাসহরের কালেরকান্দি এলাকায় এক ব্যতিক্রমী দৃশ্যের সাক্ষী থাকল গোটা এলাকা। কন্যা সন্তান জন্মগ্রহণ করায় ফুল ও বেলুন দিয়ে গাড়ি সাজিয়ে, রেলির মাধ্যমে নবজাতককে বরণ করে বাড়িতে নিয়ে এল এক পরিবার। সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিলেন শাহেদ আলী বাদশার পরিবার।

স্থানীয় সূত্রে জানা যায়, কালেরকান্দি এলাকার বাসিন্দা শাহেদ আলী বাদশার একমাত্র ছেলে সাদেক আলী সম্প্রতি কন্যা সন্তানের পিতা হন। ইতিপূর্বে তাঁর তিনটি পুত্রসন্তান রয়েছে। এই প্রথমবার তাঁদের পরিবারে কন্যা সন্তানের জন্ম হল, যা ঘিরে পরিবারে উৎসবের আবহ সৃষ্টি হয়।

দুই দিন আগে মাকুন্দা হাসপাতালে সাদেক আলীর স্ত্রী কন্যা সন্তানের জন্ম দেন। খবর পাওয়া মাত্রই পরিবারের সদস্যরা খুশিতে আত্মহারা হয়ে পড়েন। আজ বিকেলে সাজানো কয়েকটি গাড়িতে ফুল, বেলুন ও ব্যানার নিয়ে রেলি করে নবজাতককে আনুষ্ঠানিকভাবে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়। সাথে বাজি ফাটিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে পরিবারের সকলেই।

এ বিষয়ে সংবাদমাধ্যমকে সাদেক আলীর পিতা শাহেদ আলী বাদশা জানান, বর্তমানে সমাজে অনেক জায়গায় কন্যা সন্তানকে যোগ্য সম্মান দেওয়া হয় না। আমরা সেই ধারা বদলাতে চাই। আমাদের পরিবারে এই প্রথম লক্ষ্মী এসেছেন। তাই তাকে সম্মান জানিয়ে এই উদ্যোগ নিয়েছি।

তিনি আরও বলেন, কন্যা সন্তান কখনও বোঝা নয়, বরং সে ঘরে লক্ষ্মী হয়ে আসে। সমাজের সকলের উচিত কন্যা সন্তানের প্রতি সমান ভালবাসা ও যত্ন প্রদান করা।

এই অভিনব উদ্যোগে খুশি স্থানীয়রাও। তাঁদের মতে, এ ধরনের পদক্ষেপ সমাজে কন্যা সন্তানকে ঘিরে যে নেতিবাচক মানসিকতা রয়েছে, তা ভাঙতে সহায়ক হবে।

পথচলায় এক নতুন দৃষ্টান্ত গড়ল কৈলাসহরের এই পরিবার, যেখানে কন্যা সন্তান শুধুই আনন্দের নয়, গর্বেরও কারণ।