আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা শিগগিরই উঠছে না: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

বরিশাল, ১ অক্টোবর : আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বুধবার বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিগগিরই প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই।

তিনি বলেন, “যখন কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ হয়, তখন প্রশ্ন ওঠে সেটি অস্থায়ী নাকি স্থায়ী। কিন্তু আমি কোনোভাবেই মনে করি না যে নির্বাচনের আগে বা নিকট ভবিষ্যতে আওয়ামী লীগের ওপর থেকে এই নিষেধাজ্ঞা উঠবে।”

বরিশাল শহরের শ্রীশ্রী শঙ্কর মঠ পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি পূজার আয়োজন দেখে সন্তোষ প্রকাশ করে বলেন, “দেশব্যাপী আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। বাংলাদেশের সকল ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে নিজ নিজ ধর্ম পালন করতে পারেন।”

সম্প্রতি প্রধান উপদেষ্টার এক বিদেশি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে ড. নজরুল বলেন, “নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। আমরা এক মিনিটও এর বাইরে থাকতে চাই না। আমরা দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে চাই, বিচারব্যবস্থা ও সংস্কারে ইতোমধ্যেই নয়-দশটি পদক্ষেপ বাস্তবায়ন হয়েছে।”

এর আগে তিনি বরিশাল সার্কিট হাউসে পৌঁছান, নিউ মার্কেট এলাকার শঙ্কর মঠ পরিদর্শন করেন এবং হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর ভোলার উদ্দেশে রওনা হন।