Update:জেল কর্মীর উপর অতর্কিত হামলা, ধর্মনগর সাব জেল থেকে পলাতক ৬ কুখ্যাত আসামী, গ্রেফতার এক

আগরতলা, ১ অক্টোবর: নিরাপত্তা কর্মীর উপর অর্তকিত হামলা চালিয়ে ধর্মনগরের সাব জেল থেকে ছয়জন আসামী পালিয়ে যায়। আজ সকালে ৬:২০ মিনিটের ওই ঘটনার জেরে গোটা ধর্মনগরে চরম উত্তেজনা এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পলাতক কয়েদিদের নাম – নিজাম উদ্দিন, রহিম আলী, সুনীল দেববর্মা, নারায়ণ চন্দ্র দত্ত, রোশান আলী এবং আব্দুল পাত্তা। এদের মধ্যে কয়েকজন গুরুতর অপরাধে দণ্ডপ্রাপ্ত বলে পুলিশ সূত্রে জানা গেছে। পলায়নের পরপরই প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক চিরুনি তল্লাশি শুরু করা হয়েছে।

এক জেল আধিকারিক জানিয়েছেন, আজ ভোরে জেলের নিয়মিত কাজকর্ম শুরুর ঠিক আগে নিরাপত্তা কর্মী গেদু মিয়াকে হঠাৎই আক্রমণ করে ওই ছয়জন। তারপর জেলের দরজা খুলে পালিয়ে যায় তারা। তাদের আক্রমনে গুরুতর আহত হয়েছেন তিনি। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তৎপর হয় পুলিশ ও কারা কর্তৃপক্ষ। তৎপর করা হয়েছে সীমান্ত রক্ষী বাহিনী ও নিকটবর্তী থানাগুলিকেও।

তিনি আরও বলেন, ইতিমধ্যে বিশেষ টিম গঠন করে অনুসন্ধান শুরু হয়েছে। পলাতকদের দ্রুত গ্রেপ্তার করার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে, কালিকাপুর জেল থেকে পলাতক ৬ জন কয়েদির মধ্যে থেকে ১ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় ধর্মনগর থানার পুলিশ তার নাম আব্দুল পাতা।