লন্ডনে মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙচুর, ভারতীয় উচ্চায়োগের কড়া প্রতিবাদ

লন্ডন, সোমবার: আন্তর্জাতিক অহিংসা দিবসের মাত্র কয়েক দিন আগে লন্ডনের ট্যাভিস্টক স্কোয়ারে অবস্থিত মহাত্মা গান্ধীর মূর্তিতে ভাঙচুর চালানো হয়েছে। ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে লন্ডনে ভারতীয় উচ্চায়োগ ব্রিটিশ কর্তৃপক্ষের কাছে অবিলম্বে তদন্তের দাবি জানিয়েছে।

ভারতীয় উচ্চায়োগ এক বিবৃতিতে জানিয়েছে, “ট্যাভিস্টক স্কোয়ারে মহাত্মা গান্ধীর মূর্তির সঙ্গে ঘটে যাওয়া এই লজ্জাজনক ঘটনার তীব্র নিন্দা করছি। এটি শুধুমাত্র ভাঙচুর নয়, বরং আন্তর্জাতিক অহিংসা দিবসের মাত্র তিন দিন আগে অহিংসার ভাবনা ও মহাত্মা গান্ধীর উত্তরাধিকারের উপর এক সহিংস আঘাত।”

উচ্চায়োগ জানায়, লন্ডন হাই কমিশন এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করেছে। ইতিমধ্যেই তাদের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রতিমাকে মূল অবস্থায় পুনর্স্থাপনের জন্য কাজ শুরু করেছে।

জাতিসংঘ ২ অক্টোবর গান্ধী জয়ন্তীকে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে ঘোষণা করেছে। প্রতিবছর এদিনে ট্যাভিস্টক স্কোয়ারের গান্ধী মূর্তিতে ফুল অর্পণ করা হয় এবং গান্ধীর পছন্দের গান ও ভজন পরিবেশিত হয়। তাই প্রতিমার সঙ্গে এই ভাঙচুর গভীর উদ্বেগের বিষয়।

উল্লেখ্য, ইন্ডিয়া লিগের সহায়তায় ১৯৬৮ সালে ট্যাভিস্টক স্কোয়ারে এই ব্রোঞ্জের মূর্তি স্থাপন করা হয়েছিল। গান্ধীর লন্ডনে শিক্ষাজীবনের স্মৃতি বহন করে এই প্রতিমা।