কোয়েটায় ফ্রন্টিয়ার কর্পস সদর দপ্তরের বাইরে ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণ, নিহত ১০

ইসলামাবাদ, ৩০ সেপ্টেম্বর: পাকিস্তানের কোয়েটায় ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারি (এফসি) সদর দপ্তরের বাইরে মঙ্গলবার ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত এবং ১৯ জনের বেশি আহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দে মডেল টাউনসহ আশপাশের এলাকা কেঁপে ওঠে এবং ঘরবাড়ি ও বাণিজ্যিক ভবনের জানালার কাঁচ ভেঙে যায়। বিস্ফোরণের পরপরই গুলির শব্দ শোনা গেলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বেলুচিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বখত মুহাম্মদ কাকার হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন এবং আশঙ্কা প্রকাশ করেছেন যে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের কোয়েটার সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বিএমসি হাসপাতাল এবং ট্রমা সেন্টারেও সতর্কবার্তা জারি করে চিকিৎসক, নার্স ও কর্মীদের জরুরি দায়িত্বে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের ধাক্কা মাইলের পর মাইল দূর থেকেও অনুভূত হয়েছে। উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে যায় এবং নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে। এখনো কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে বেলুচিস্তানে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর ওপর সন্দেহ করা হচ্ছে। কোয়েটা প্রদেশটির রাজধানী, যেখানে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) সহ বিদ্রোহী গোষ্ঠীগুলো স্বাধীনতার দাবিতে সাধারণ মানুষ ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।