মন্ট্রিয়ল, 27 সেপ্টেম্বর 2025:
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (ICAO) 42তম অ্যাসেম্বলি অধিবেশনে অনুষ্ঠিত নির্বাচনে ভারত আবারও কাউন্সিলের পার্ট-II সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে। পার্ট-II তে সেই দেশগুলো অন্তর্ভুক্ত হয়, যারা আন্তর্জাতিক আকাশপথ নেভিগেশনে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এবারে ভারত 2022 সালের তুলনায় বেশি ভোট পেয়েছে, যা বৈশ্বিক বিমান চলাচল ক্ষেত্রে ভারতের নেতৃত্ব ও অবদানের প্রতি সদস্য দেশগুলোর আস্থাকে প্রতিফলিত করে।
এর আগে 2 সেপ্টেম্বর 2025-এ নয়াদিল্লিতে বিদেশি রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের জন্য একটি বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে নাগরিক বিমান চলাচল মন্ত্রক। ওই অনুষ্ঠানে মন্ত্রী রামমোহন নাইডু ভারতের 2025-28 মেয়াদের প্রার্থিতায় সমর্থন চেয়েছিলেন। একই সঙ্গে পররাষ্ট্র মন্ত্রক এবং ICAO-তে নিযুক্ত ভারতীয় প্রতিনিধি সদস্য দেশগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে সক্রিয়ভাবে প্রচার চালান।
নির্বাচন চলাকালীন রামমোহন নাইডু মন্ট্রিয়লে গিয়ে বিভিন্ন সদস্য দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং বৈশ্বিক বিমান শিল্পের বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে মতবিনিময় করেন। দ্রুততম বর্ধনশীল বিমান চলাচল বাজার হিসেবে ভারত ইতিমধ্যেই কম্পোনেন্ট উৎপাদন, এমআরও (Maintenance, Repair & Overhaul) এবং স্কিল ডেভেলপমেন্ট খাতে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের বিশেষ আগ্রহ কেড়েছে।
ভারত ICAO-র প্রতিষ্ঠাতা সদস্য, এবং 1944 সাল থেকে টানা 81 বছর ধরে কাউন্সিলে প্রতিনিধিত্ব করে আসছে। বর্তমানে সংস্থার 193টি সদস্য দেশ রয়েছে, যাদের ভোটে 36 সদস্যের কাউন্সিল নির্বাচিত হয় এবং প্রতি তিন বছর অন্তর শাসক সংস্থা হিসেবে কাজ করে।
2025-28 মেয়াদের জন্য ভারত আন্তর্জাতিক বিমান চলাচলের নিরাপত্তা, সুরক্ষা ও স্থায়িত্ব জোরদার করার পাশাপাশি সমান হাওয়া যোগাযোগ, প্রযুক্তি ও উদ্ভাবনকে উৎসাহিত করা এবং ICAO-র “No Country Left Behind” উদ্যোগকে সমর্থন করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
এই পুনর্নির্বাচনের মাধ্যমে আন্তর্জাতিক বিমান চলাচল ব্যবস্থাপনায় ভারতের অবস্থান আরও শক্তিশালী হলো।

