প্রতারকের খপ্পরে ২০,০০০ টাকা খোয়ালেন পড়ুয়া

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: প্রতারকের খপ্পরে পড়ে কুড়ি হাজার টাকা খোয়ালেন এক ছাত্রী,ঘটনা বিশ্রামগঞ্জ বাজার সংলগ্ন এলাকায়। বিশ্রামগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

জানা যায় বিশ্রামগঞ্জ বাজার এলাকার সেন্টু সিনহার স্কুল পড়ুয়া মেয়ে রিয়া সিনহা এক প্রতারকের খপ্পরে পড়ে। গুগল প্লে থেকে কুড়ি হাজার টাকা প্রতারকের দল হাতিয়ে নেয়।অবশেষে বাধ্য হয়ে সাইবার ক্রাইম সহ বিশ্রামগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। প্রতারকের খপ্পরে পড়ে কুড়ি হাজার টাকা খোয়াইয়ে সর্বসন্ত হয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবার। রিয়া সিনহা প্রতারকের সেই কথা কোন ভাবেই বুঝতে পারছিলেন না যে তাকে সর্বস্বান্ত করে ফেলছে প্রতারকের দল। এদিনের সংবাদ মাধ্যমে দারস্ত হয়ে ছাত্রী রাজ্যবাসীর উদ্দেশ্যে এ পতারকের পর থেকে নিজেদের সতর্ক থাকতে বার্তা দেন কিন্তু নিজে থেকে একেবারে ভেঙে পড়েন।

তবে পুলিশ প্রশাসন সাইবার ক্রাইম সেই অ্যাকাউন্টগুলি ফ্রিজ করেছেন। তদন্তক্রমে সে টাকা পাই কিনা ছাত্রীর পরিবারের সেটাই এখন দেখার বাকি রয়েছে।