আগরতলা ২৯ সেপ্টেম্বর: গভীর জঙ্গল থেকে উদ্ধার হল এক ৭০ বছরের বৃদ্ধের নিথর দেহ। মৃত ব্যক্তির নাম রসুল মিয়া, তিনি বিশালগড় থানার অন্তর্গত উত্তর চড়িলাম গ্রাম পঞ্চায়েতের হাফাজিয়া মুড়া এলাকার বাসিন্দা। তার রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল থেকে রসুল মিয়ার কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা প্রথমে আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। দিনভর খোঁজ চললেও কোনও সন্ধান মেলেনি। এরপর দুপুর ২টা নাগাদ দেখা যায় গভীর জঙ্গলের ভিতরে ঝুলন্ত মৃত দেহ উদ্ধার হয়েছে। সাথে সাথে পুলিশকে খবর পাঠানো হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ ওই ঘটনায় তদন্তে নেমেছে।

