বিশ্রামগঞ্জ, ২৮ সেপ্টেম্বরঃ একই বাড়িতে টানা তিনবার দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ননজলা এলাকায়। এলাকার বাসিন্দা রবিউল হোসেনের বাড়িতে বারবার চুরির ঘটনা ঘটছে বলে অভিযোগ।
প্রথম ও দ্বিতীয়বার চোরের দল তার বাড়ি থেকে ঘর তোলার সামগ্রী ও লোহার রড চুরি করে নিয়ে যায়। এরপর শনিবার গভীর রাতে ফের চুরির ঘটনা ঘটে। জানা যায়, এদিন ঘরের দরজার তালা ভেঙে চোরেরা নিয়ে যায় জলের সেলো মেশিন, স্ট্যান্ড ফ্যান, টেবিল ফ্যান এবং রেশন থেকে তোলা ৩০ কেজি চাল।
রবিউল হোসেন পেশায় রাবার শ্রমিক। তিনি মেলাঘর কলা ক্ষেত এলাকায় রাবার গাছ থেকে কষ তোলার কাজ করেন এবং সপ্তাহে একবার নিজের গ্রামে ফিরে আসেন। বাড়িতে তার অষ্টম শ্রেণীর পড়ুয়া ছেলে শরীফ মিয়া একাই থাকে। টানা চুরির ঘটনায় পরিবারটি অতিষ্ঠ হয়ে উঠেছে।
রবিবার বিকেলে রবিউলের ছোট ভাই দেলোয়ার হোসেন সংবাদমাধ্যমের কাছে অভিযোগ জানিয়ে বলেন, “আমাদের গ্রাম এসপি অফিসের কাছেই। পাশেই রয়েছে বিশ্রামগঞ্জ থানা। তারপরও চোরের উৎপাত কমছে না। নেশাখোরদের তৎপরতা দিন দিন বাড়ছে। রাতের আঁধারে পুলিশের টহলদারি একেবারেই নেই।”
গ্রামের মানুষজনের অভিযোগ, পুলিশি নজরদারি না থাকায় রাতের অন্ধকারে চোরেরা দাপিয়ে বেড়াচ্ছে। তারা অবিলম্বে বিশ্রামগঞ্জ থানা পুলিশকে রাতের আঁধারে নিয়মিত টহলদারির দাবি জানিয়েছেন।
2025-09-28

