নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ সেপ্টেম্বর:
যান দুর্ঘটনা বন্ধ নেই গোটা রাজ্যব্যাপী। প্রতিদিনই রাজ্যের কোনো না কোনো জায়গায় যানদুর্ঘটনা ঘটেই চলেছে। মূলত দ্রুতগামী যানবাহনের ফলেই দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আজ সকালে সেকেরকোট বাজারে যান দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক ব্যক্তি। আহত ব্যক্তির নাম প্রদীপ দাস।
জানা যায়, এক দ্রুতগামী গাড়ির ধাক্কায় ওই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। ঘাতক গাড়িটিকে আটক করা সম্ভব হয়নি। এদিকে প্রত্যক্ষদর্শীরা অগ্নি নির্বাপক দপ্তরে খবর দিলে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে এসে আহত ব্যক্তিকে বিশালগড় হাসপাতালে নিয়ে গেছে। তার আঘাত গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।

