ধর্মনগরের আপনজন ক্লাবের ৬২তম বর্ষের দুর্গোৎসব

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: রাত পোহালেই শুরু হতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয় দুর্গোৎসব। সেই উপলক্ষে সারা ত্রিপুরাজুড়ে চলছে জোরকদমে প্রস্তুতি। প্রতিটি পূজা উদ্যোক্তা দর্শনার্থীদের অনন্য অভিজ্ঞতা উপহার দিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

উত্তর ত্রিপুরার দুর্গোৎসবের ক্ষেত্রে বিগ বাজেট মানেই ধর্মনগর শহরের পূজোগুলি। এর মধ্যে অন্যতম হলো চন্দ্রপুর এলাকার আপনজন ক্লাব, যারা এবারে পদার্পণ করলো ৬২তম বর্ষে। এবারের বাজেট নির্ধারিত হয়েছে ২১ লক্ষ টাকা।

থিম হিসেবে নেওয়া হয়েছে “প্রজ্ঞালোকে নৈশরাজ”। থিমের প্রতীক বেছে নেওয়া হয়েছে পেঁচা—যা জ্ঞানের প্রতীক এবং লক্ষ্মীদেবীর বাহন হিসেবেও পরিচিত। পশ্চিমবঙ্গের প্রখ্যাত প্রায় এক ডজন শিল্পীর হাত ধরে তৈরি হচ্ছে ৪২ ফুট উচ্চতার বিশাল প্যান্ডেল। পুরো প্যান্ডেল সাজানো হচ্ছে পরিবেশবান্ধব সামগ্রী দিয়ে, যা দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে।

ক্লাব কর্তৃপক্ষের পরিকল্পনা, পঞ্চমী থেকেই প্যান্ডেল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। উদ্যোক্তাদের বিশ্বাস, প্রতিবছরের মতো এবারের আয়োজনেও শুধু ত্রিপুরা নয়, পার্শ্ববর্তী আসামসহ বিভিন্ন রাজ্য থেকেও ভিড় জমবে।

শুধু দুর্গোৎসব নয়, সামাজিক কর্মকাণ্ডেও সমান মনোযোগী আপনজন ক্লাব। আর্থিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও তাদের বক্তব্য, “মা দুর্গা বছরে একবারই আসেন, তাই আয়োজনে কোনও খামতি রাখা যায় না।”

সব মিলিয়ে, ৬২তম বর্ষের দুর্গোৎসবকে কেন্দ্র করে ধর্মনগর শহরে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে, আর প্রস্তুতি এখন প্রায় শেষ পর্যায়ে।