২৭ সেপ্টেম্বর দেশীয় প্রযুক্তিতে তৈরি বিএসএনএল-এর ৪জি নেটওয়ার্ক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর: আগামী ২৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারত সঞ্চার নিগম লিমিটেডের সম্পূর্ণ স্বদেশী প্রযুক্তিতে তৈরি ৪জি নেটওয়ার্কের শুভ উদ্বোধন করবেন। এই ঐতিহাসিক ঘোষণা শুক্রবার কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এক অনুষ্ঠানে জানিয়েছেন।

এই প্রকল্পের মাধ্যমে ভারত সেই গুটিকয়েক দেশের তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছে, যারা নিজস্ব প্রযুক্তিতে টেলিকম নেটওয়ার্ক এবং সরঞ্জাম তৈরি করতে সক্ষম। সিন্ধিয়া বলেন, “আগামীকাল বিশ্ব দেখবে, ভারত কেবল সেবা প্রদানকারী নয়, বরং একটি পূর্ণাঙ্গ ৪জি স্ট্যাক ডেভেলপার এবং সরঞ্জাম প্রস্তুতকারক হিসেবেও আত্মপ্রকাশ করছে।”

তিনি আরও জানান, এই নেটওয়ার্ক সম্পূর্ণভাবে ক্লাউড-ভিত্তিক, ভবিষ্যৎপ্রস্তুত এবং সহজেই ৫জি-তে আপগ্রেডযোগ্য। বিএসএনএল-এর এই দেশীয় ৪জি স্ট্যাক আগামীকাল থেকে সারা দেশের প্রায় ৯৮,০০০ সাইটে চালু করা হবে, একাধিক রাজ্যে একযোগে এর উদ্বোধন হবে। প্রধানমন্ত্রী মোদি ওড়িশার ঝাড়সুগুড়া থেকে জাতীয় স্তরে এই প্রকল্পের সূচনা করবেন।

সিন্ধিয়া বলেন, “টেলিকম খাতে এক নতুন যুগের সূচনা হচ্ছে। ডেনমার্ক, সুইডেন, দক্ষিণ কোরিয়া ও চিনের পর ভারত পঞ্চম দেশ হিসেবে নিজস্ব টেলিকম ইকুইপমেন্ট তৈরি করতে সক্ষম।”

মন্ত্রী আরও জানান, ডিজিটাল ইন্ডিয়া ফান্ড’-এর আওতায় প্রধানমন্ত্রী ভারতের ১০০ শতাংশ দেশীয় ৪জি নেটওয়ার্ক**-এরও উদ্বোধন করবেন, যার মাধ্যমে প্রায় ২৯,০০০–৩০,০০০টি গ্রাম** যুক্ত হবে উচ্চগতির ইন্টারনেট পরিষেবার সঙ্গে। টেলিকম সচিব নীরজ মিত্তল** জানান, ভারত এখন বিশ্বের বৃহত্তম টেলিকম বাজার। বর্তমানে ৩০–৪০ কোটি ৫জি ব্যবহারকারী রয়েছে, যা ২০২৮ সালের মধ্যে ৭৭ কোটি-তে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

এই অভাবনীয় প্রযুক্তিগত উন্নয়নের জন্য মিত্তল প্রধানমন্ত্রী মোদির নীতিকেই কৃতিত্ব দেন।