আগরতলা, সেপ্টেম্বর ২৫: চতুর্থীতে রাজ্যজুড়ে শারদীয়ার আমেজ ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই বিভিন্ন পূজা মণ্ডপের উদ্বোধন সম্পন্ন হয়েছে। তার ধারাবাহিকতায় আজ দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের পূজা মণ্ডপের উদ্বোধন করেন সাংসদ বিপ্লব কুমার দেব। এ উপলক্ষে তিনি উপস্থিত জনতা ও রাজ্যবাসীকে শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ বলেন, “শারদীয়ার এই কয়েকটি দিন প্রত্যেকেই উৎসবের আনন্দে মেতে উঠে। এই আনন্দকে আরও দ্বিগুণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি দেশবাসীকে দিয়েছেন এক অনন্য উপহার — নতুন জিএসটি সংস্করণ, যার ফলে সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন।”
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রীর নেতৃত্বে একের পর এক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, যা প্রত্যেক গ্রামীণ অঞ্চলের মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনছে। তাই গ্রামগঞ্জে এই সুযোগ-সুবিধা পৌঁছে দিতে প্রচার প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠানে সাংসদ বিপ্লব কুমার দেব মণ্ডপ পরিক্রমা করে দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

