দুষ্কৃতির দ্বারা কলম চৌড়া থানার গাড়িচালক আক্রান্ত, প্রাণনাশের হুমকি

বক্সনগর, ২৬ সেপ্টেম্বর : দুষ্কৃতির দ্বারা কলম চৌড়া থানার গাড়িচালক আক্রান্ত, তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। কলমচৌড়া থানার এলাকায় গতকাল রাত সাড়ে ১১টায় দুষ্কৃতিদের দ্বারা আক্রান্ত হয়েছেন গাড়িচালক মামন মিয়া। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এই হামলার ঘটনায় একটি মামলা দায়ের এবং অভিযুক্ত গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর রাত ১১.৩০ মিনিটের সময় কলমচৌড়া থানার নাকের ডগায় সৌমজিৎ-এর দোকানের সামনে আনোয়ার হোসেন (৩৬) নামে এক যুবক মামন মিয়াকে আক্রমণ করে। মামন মিয়াকে লক্ষ্য করে এলোপাতাড়ি কিল, ঘুসি ও লাথি মারা হয়। হামলাকারী শারীরিকভাবে তাকে আহত করার পাশাপাশি প্রাণহানির চেষ্টা করেন। স্থানীয়রা কলমচৌড়া থানায় খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মামন মিয়াকে উদ্ধার করে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করায়। প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি দেখে তাকে আগরতলা হাঁপানিয়া হাসপাতালে রেফার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কলমচৌড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মামন মিয়া। পুলিশের নজরে এসেছে যে, গত রাতে মামন মিয়া গাড়ি নিয়ে টহল দেওয়ার সময় আনোয়ার হোসেনের পাচার বাণিজ্যের করিডোরে বাধা দিয়েছিলেন, যা সম্ভবত হামলার মূল কারণ।

এই অভিযোগের ভিত্তিতে কলমচৌড়া থানার পুলিশ রাতেই আনোয়ার হোসেনকে গ্রেফতার করে। মামলার নম্বর — ২০২৫/কে এল সি ০৬৮, ইউ/এস ১১৭(২), ১০৯(১) অফ বিএনএস ২০২৩ । তদন্তের দায়িত্বে নিয়োজিত আছেন অরূপ দেববর্মা। আজ সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।