আগরতলা, ২৬ সেপ্টেম্বর: সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী ও আগরতলা পুর নিগমের মেয়রের বিরুদ্ধে অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পশ্চিম আগরতলা থানায় এক মহিলা ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন স্থানীয় কর্পোরেটররা।
পশ্চিম আগরতলার কর্পোরেটররা জানিয়েছেন, সামাজিক মাধ্যমে এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং তা গণমানুষের অনুভূতিতে আঘাত সৃষ্টিকারী। কর্পোরেটররা এই ধরনের আচরণের তীব্র নিন্দা জানিয়ে জানিয়েছেন, একজন নাগরিকের হিসেবে এমন আচরণ সমাজে বিভাজন ও অশান্তি সৃষ্টি করতে পারে।
পশ্চিম আগরতলা থানায় দায়েরকৃত মামলায় বলা হয়েছে, ওই মহিলা ব্যক্তি সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী এবং আগরতলা পুর নিগমের মেয়রের বিরুদ্ধে প্রাসঙ্গিক সীমা অতিক্রম করে অশালীন মন্তব্য করেছেন। এই মন্তব্য শুধুমাত্র ব্যক্তিগত নয়, বরং জনসাধারণের মধ্যে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে।
কর্পোরেটররা জোর দিয়ে জানিয়েছেন, “এই ধরনের মন্তব্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি। সামাজিক মাধ্যমে সকলেই নিজেদের দায়িত্ব ও সীমা বোঝা উচিত।” তারা প্রশাসন ও পুলিশের প্রতি আবেদন জানিয়েছেন যাতে দ্রুত এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করে এমন অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি রোধ করা যায়।
উল্লেখ্য, এ ঘটনার পর থেকে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে এবং স্থানীয় রাজনৈতিক মহলও বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন। পশ্চিম আগরতলা থানার পুলিশ ঘটনার সত্যতা যাচাইয়ের পাশাপাশি তদন্ত শুরু করেছে।

