বিশালগড়ে পুলিশের সামনেই যাত্রীবাসে ভাঙচুর, আটক তিন যুবক

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: বৃহস্পতিবার দুপুরে বিশালগড় থানার অন্তর্গত উত্তম ভক্ত চৌমুহনী নাকা পয়েন্টে চাঞ্চল্যকর ঘটনা ঘটে। পুলিশের সামনেই একটি যাত্রীবাহী বাসে ভাঙচুর চালায় তিন যুবক। ঘটনায় পুলিশকে লক্ষ্য করেও হামলার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় সড়ক দিয়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস অপর একটি বাইককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারানোর উপক্রম হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তিন যুবক বাসটিকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে গাড়ির কাচ ভেঙে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদেরও আক্রান্ত করা হয় বলে অভিযোগ।

পরে বিশালগড় থানার পুলিশ অভিযুক্ত তিন যুবককে আটক করে। তাদের দুটি বাইকও জব্দ করা হয়েছে। ঘটনার পর থানায় মামলা দায়ের হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।