আগরতলা, ২৪ সেপ্টেম্বর: আগামী ৪ঠা অক্টোবর ‘মায়ের গমন’ শীর্ষক কার্নিভাল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রাজধানীতে। আজ তুলসিবতী বিদ্যালয় সংলগ্ন কার্নিভালের স্থল পরিদর্শন করলেন মেয়র দীপক মজুমদার সহ প্রশাসনিক অধিকারিকগণ। উপস্থিত ছিলেন জেলাশাসক, জেলা পুলিশ সুপার সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।
এদিনের এই পরিদর্শন সম্পর্কে মেয়র দীপক মজুমদার বলেন, আগামী ৪ঠা অক্টোবর কার্নিভাল-র দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। তাকে কেন্দ্র করেই আজ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে কার্নিভাল স্থলটি পরিদর্শন করা হয়েছে। মূলত সবধরনের প্রস্তুতি খতিয়ে দেখতেই এদিনের পরির্দশন বলে জানিয়েছেন মেয়র। মূলত কোনোধরনের সমস্যা ছাড়াই নির্বিঘ্নে কার্নিভাল সম্পন্ন করার উদ্দেশ্যেই এদিনের এই পরিদর্শন বলে জানিয়েছেন মেয়র।
আগামী ২ অক্টোবর পুনরায় কার্নিভাল স্থল পরিদর্শন করা হবে বলে জানিয়েছেন মেয়র।

