স্প্রে মেশিন ব্লাস্ট হয়ে কৃষিক্ষেতেই মৃত্যু কৃষকের

কমলপুর, ২৩ সেপ্টেম্বর : স্প্রে মেশিন ব্লাস্ট হয়ে কৃষি ক্ষেতেই মৃত্যু হয়েছে এক কৃষকের। মৃত কৃষকের নাম রনজিৎ কৈরী। ঘটনা দক্ষিণ মালিক ভান্ডার ঘাটি এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ধান খেতে ঔষধ দেওয়ার সময় স্প্রে মেশিন ব্লাস্ট হয়ে মারা যায় রনজিৎ কৈরী (৪৮) নামে এক দিনমজুর। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে সোমবার বিকালে কমলপুর থানার দক্ষিণ মানিক ভান্ডার ঘাঁটি এলাকায়। মৃত দিনমজুর রনজিৎ কৈরীর বাড়ি কমলপুর থানার বামনছড়া গ্রামে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

সংবাদ বিবরনে জানা যায়, মৃত দিনমজুর রনজিৎ কৈরীর বাড়ি কমলপুর থানার অন্তর্গত বামনছড়া গ্রামে। দিনমজুর রনজিৎ কৈরী স্প্রে মেশিন কাঁধে নিয়ে ঘাঁটি এলাকায় নাজিম উদ্দিনের ধান খেতে স্প্রে মেশিনের মাধ্যমে ধানের ঔষধ দিতে যায়। বেশ কিছু জায়গায় স্প্রে মেশিনের মাধ্যমে ঔষধ দেওয়ার পর কাধে থাকা স্প্রে মেশিন হঠাৎ ব্লাস্ট করে। দিনমজুর রনজিৎ কৈরী পড়ে যায়। সেখানে তার মৃত্যু হয়। সন্ধ্যা পেরিয়ে রাত নয়টা নাগাদ দিনমজুর রনজিৎ কৈরী বাড়িতে না যাওয়ায় তার ভাইয়ের ছেলে আকাশ কৈরী খুঁজতে বের হয়ে জানতে পারে তার কাকা দক্ষিণ মানিক ভান্ডার ঘাঁটি সংলগ্ন নাজিম উদ্দিনের ধান খেতে স্প্রে মেশিনের মাধ্যমে ঔষধ দেওয়ার কাজ করে। রাত নয়টা নাগাদ ধান খেতে গিয়ে দেখে রনজিৎ কৈরী স্প্রে মেশিন পিঠে থাকা অবস্থায় ধান খেতে পড়ে আছে।

সাথে সাথে অটো দিয়ে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন। মৃত দিনমজুর রনজিৎ কৈরীর পিঠে ও মাথায় আঘাত লাগে। পুলিশ হাসপাতালে এসে প্রাথমিক তদন্তের জন্য মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ মঙ্গলবার মৃতদেহ ময়না তদন্ত করে তার পরিবারের হাতে তুলে দেন। এই মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।