আগরতলা, ২২ সেপ্টেম্বর: জাতীয় পতাকা উত্তোলন এবং রক্ত পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুরু হল সিপিআই পার্টি কংগ্রেসের প্রতিনিধি অধিবেশন। চন্ডিগড়ের সুধাকর রেড্ডি নগরে অতুল কুমার অঞ্জন সভাগৃহে (কিষান ভবন) শুরু হয়েছে প্রতিনিধি অধিবেশন। জাতীয় পতাকা উত্তোলন করেন শহীদ-ই-আজম ভগৎ সিং-এর বোন বিবি অমর কাউর-এর ছেলে প্রফেসর জগমোহন সিং। এবং রক্ত পতাকা উত্তোলন করেন পাঞ্জাবের প্রবীণ সিপিআই নেতা ভুপিন্দর সিং সম্ভার। রাজ্য থেকেও এক প্রতিনিধি দল এই অধিবেশনে যোগদান করেছেন।
আজ প্রতিনিধি অধিবেশনের উদ্বিধনী পর্ব উদ্বোধন করেন সিপিআই সাধারণ সম্পাদক ডি.রাজা। অধিবেশনে উপস্থিত আছেন সিপিআইএম সাধারণ সম্পাদক এমএ বেবি, সিপিআইএমএল (লিবারেশন ) সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্যী, আরএসপি সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য্য, ফরওয়ার্ড ব্লক সাধারণ সম্পাদক দেবরাজন সহ বিসিত ব্যক্তিবর্গ। পার্টি কংগ্রেস চলবে আগামী ২৫’সেপ্টেম্বর পর্যন্ত।

