ডব্লিউবিএসএসসি নিয়োগ কেলেঙ্কারি: সিবিআই-এর নথিভুক্ত মামলাগুলির বিচারপ্রক্রিয়া শুরু, আজ থেকে সাক্ষীদের জবানবন্দি রেকর্ড

কলকাতা, ১৯ সেপ্টেম্বর: কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতি সংক্রান্ত পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন নিয়োগ কেলেঙ্কারিতে সিবিআই-এর নথিভুক্ত মামলাগুলির বিচারপ্রক্রিয়া শুক্রবার থেকে কলকাতার একটি বিশেষ আদালতে শুরু হল।

সূত্রের খবর, শুক্রবার দুপুর থেকে চার্জশিট এবং পরবর্তী সম্পূরক চার্জশিটে নাম থাকা সাক্ষীদের জবানবন্দি রেকর্ড করার মাধ্যমে বিচারপর্ব শুরু হয়েছে।এই জবানবন্দি গ্রহণের কাজ শনিবার এবং সোমবারও চলবে। এরপর মামলার পক্ষ এবং বিপক্ষ আইনজীবীদের মধ্যে যুক্তি-তর্কের পালা শুরু হবে।

গত ১০ দিনের মধ্যে ডব্লিউবিএসএসসি নিয়োগ সংক্রান্ত একাধিক মামলায় বিশেষ আদালতে চার্জ গঠন পর্ব শেষ হয়েছে। সেই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ায় এবার বিচারপর্ব শুরু হল। এদিন থেকে যে মামলাগুলির শুনানি শুরু হচ্ছে, সেগুলির মধ্যে রয়েছে — মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগ, আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ, গ্রুপ-সি ও গ্রুপ-ডি (অশিক্ষক কর্মী) নিয়োগ।

এ বছর শুরুর দিকে, সুপ্রিম কোর্ট একটি যুগান্তকারী রায়ে ডব্লিউবিএসএসসি -র ২০১৬ সালের ২৫,৭৫৩ জন স্কুল নিয়োগপ্রাপ্ত প্রার্থীর পুরো প্যানেল বাতিল করে দেয়। আদালতের পর্যবেক্ষণ ছিল, “নিষ্কলঙ্ক” এবং “দুর্নীতিগ্রস্ত” প্রার্থীদের আলাদা করা সম্ভব নয়। এই রায়ের পর, শূন্যপদে নতুন নিয়োগের জন্য উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এদিকে, সিবিআই ছাড়াও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই নিয়োগ দুর্নীতির মামলাগুলিতে সমান্তরাল তদন্ত চালিয়ে যাচ্ছে।

দুই কেন্দ্রীয় সংস্থার তদন্তেই তৃণমূল কংগ্রেসের প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে এই কেলেঙ্কারির মূলচক্রী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে এই বহুল আলোচিত নিয়োগ দুর্নীতির আরও একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে — প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়ম। এই নিয়োগগুলি করে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলাগুলিতে কবে চার্জ গঠন পর্ব শেষ হবে এবং কবে বিচারপ্রক্রিয়া শুরু হবে, তা এখনও স্পষ্ট নয়।