নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর: ২০২০-র দিল্লি দাঙ্গা ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত উমর খালিদ, শারজিল ইমাম, মীরান হায়দার এবং গালফিশা ফাতিমার জামিনের আবেদনের শুনানি আগামী ২২ সেপ্টেম্বর (সোমবার) পর্যন্ত মুলতবি করল সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমার এবং মনমোহনের ডিভিশন বেঞ্চ শুক্রবার মামলাগুলির শুনানি স্থগিত রাখে, কারণ আবেদনকারীদের পক্ষে শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন করা হয়েছিল।
এর আগে ১৯ সেপ্টেম্বর এই মামলাগুলির শুনানির দিন ধার্য হয়েছিল, তবে বিচারপতি কুমার জানিয়েছিলেন যে, ওই দিন সমস্ত মামলার শুনানি সম্ভব নয়। ফলে নতুন করে ২২ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়।
উল্লেখ্য, দিল্লি হাই কোর্ট এর আগে এই মামলায় জামিন না মঞ্জুর করেছিল। ২ সেপ্টেম্বর বিচারপতি শালিন্দর কৌর এবং নবীন চাওলার বেঞ্চ জানায়, মামলার প্রাথমিক পর্যায়ে যথেষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে যা ইমাম এবং খালিদের ষড়যন্ত্রে যুক্ত থাকার সম্ভাবনা নির্দেশ করে।
আদালতের মতে, ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি উমর খালিদ ও শারজিল ইমাম “উসকানিমূলক ভাষণ” দিয়েছিলেন, যা তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের সঙ্গে সময় মিলিয়ে ছিল। প্রসিকিউশনের দাবি, এটি ইচ্ছাকৃতভাবে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণের উদ্দেশ্যে করা হয়েছিল এবং এর ফলেই ২৩-২৪ ফেব্রুয়ারি দাঙ্গা ছড়িয়ে পড়ে।
মীরান হায়দার সম্পর্কে আদালত জানিয়েছে, তিনি জামিয়া মিলিয়া ইসলামিয়ার অ্যালামনি অ্যাসোসিয়েশনকে তহবিল জোগান দেন, যেখানে জেসিসি -এর বৈঠক অনুষ্ঠিত হত।
গালফিশা ফাতিমা সম্পর্কে প্রসিকিউশন জানিয়েছে, তিনি কোড ভাষায় প্রতিবাদকারীদের দিকনির্দেশনা দিতেন এবং ষড়যন্ত্রের জন্য অর্থ গ্রহণ করতেন।
২০২০ সালের ফেব্রুয়ারিতে দিল্লির উত্তর-পূর্ব অংশে ঘটে যাওয়া এই দাঙ্গায় মোট ৫৩ জনের মৃত্যু হয় এবং ৭০০-র বেশি মানুষ আহত হন। ঘটনাটি নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিক পঞ্জি বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে সংঘটিত হয়।

