বক্সনগর সীমান্তে ২০০০ ইয়াবা ট্যাবলেটসহ মহিলা আটক

বক্সনগর, ১৮ সেপ্টেম্বর: সোনামুড়া মহকুমার সীমান্তবর্তী এলাকায় ফের মাদক পাচারের চেষ্টা নস্যাৎ করল বিএসএফ। বুধবার সকালে বক্সনগর পশ্চিমপাড়া ১৭৮ নম্বর গেট থেকে ২০০০ ইয়াবা ট্যাবলেটসহ এক মহিলাকে আটক করেছে ৪৯ ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা।

আটক মহিলার নাম রাবিয়া খাতুন (৩২)। বিএসএফের কাছে গোপন সূত্রে খবর আসে যে সীমান্ত দিয়ে মাদক পাচারের পরিকল্পনা চলছে। এরপর তল্লাশি চালিয়ে রাবিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া ট্যাবলেটগুলি মূলত স্থানীয় এক কুখ্যাত পাচারকারী মনির হোসেন-এর। তার বাড়ি মধ্য বক্সনগরে। গোপন সূত্রে আরও জানা যায়, মনির দীর্ঘদিন ধরে ইয়াবা ও অন্যান্য মাদক পাচারের সঙ্গে যুক্ত।
ঘটনার পর আটক রাবিয়া খাতুনকে কলমচৌড়া থানার হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে পাচার চক্র মহিলাদের সামনে রেখে নতুন কৌশলে মাদক পাচারের চেষ্টা করছে। সীমান্তে প্রায় প্রতিদিনই বিএসএফ ও পাচারকারীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া ঘটছে।
এখন দেখার বিষয়—আটক মহিলার স্বীকারোক্তি ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ কতদূর পর্যন্ত পাচারচক্রকে ধরতে সক্ষম হয়।