‘ভোট চোর গদি ছোড়’, স্লোগানে উদয়পুরে স্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: “ভোট চোর গদি ছোড়” এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের সাথে বৃহস্পতিবার গোমতী জেলাতে কংগ্রেস কমিটির উদ্যোগে স্বাক্ষর অভিযান শুরু হয়। এদিন গোমতী জেলা কংগ্রেসের উদ্যোগে এই স্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

উদয়পুর কংগ্রেস ভবনে মূল‌ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস কমিটি সভাপতি টিটন পাল, প্রদেশ কংগ্রেস ওবিসি ডিপার্টমেন্টের সহ-সভাপতি প্রহ্লাদ ঘোষ সহ অন্যান্যরা। নেতৃত্বরা উপস্থিত থেকে স্বাক্ষর অভিযানের সূচনা করেন এদিন।

এদিনের এই কর্মসূচি সম্পর্কে জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল বলেন, সর্বভারতীয় কংগ্রেসের নির্দেশে গোটা দেশব্যাপী ভোট চোর গদি ছোড়- এই স্লোগানকে সামনে রেখে জনগণের স্বাক্ষর সংগ্রহ করে রাষ্ট্রপতির নিকট দাবি সনদ পেশ করা হবে। এরই অঙ্গ হিসেবে রাজ্যেও জনগণের স্বাক্ষর গ্রহণ করা হচ্ছে। এদিন গোমতি জেলায় এ স্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়। সাধারণ জনগণের স্বাক্ষর সংগ্রহ করে রাষ্ট্রপতির উদ্দেশ্যে সেগুলি প্রেরণ করা হবে। গোটা দেশব্যাপী প্রায় পাঁচ কোটি সাধারণ নাগরিকের স্বাক্ষর গ্রহণ করার লক্ষ্যমাত্রা নিয়েছে সর্বভারতীয় কংগ্রেস দল।