আগরতলা, ১৮ সেপ্টেম্বর : গত পরশুদিন রাতে সেকেরকোট বাজারে ৪টি দোকানে ভাংচুরের ঘটনা নিয়ে নিউ ক্লাবের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল আমতলী থানায়। এই ঘটনায় নিউক্লাবের পক্ষ থেকেও আমতলী থানায় পাল্টা মামলা করা হয়।
নিউ ক্লাবের পক্ষ থেকে পুলিশকে জানানো হয় সেকেরকোট বাজারে মদ ব্যবসার বিরোধিতা নিয়ে এই ঘটনা ঘটে এবং নিউ ক্লাবের সদস্যদের উপরেও নাকি মারধর করা হয় এই ঘটনা নিয়ে মামলা পাল্টা মামলার পরিপ্রেক্ষিতে আমতলী থানার পুলিশ বাজার ব্যবসায়ীদের তরফ থেকে এবং নিউ ক্লাবের তরফ থেকে পৃথক পৃথক দুটি মামলা নথিভুক্ত করা হয়।
এ মামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে এখনতলী থানার পুলিশ নিউ ক্লাবের সদস্য অমিত দাস কে এবং অপর একটি মামলায় বাজার ব্যবসায়ী পার্থ দাস কে গ্রেফতার করে। বুধবার দুপুরে দুই অভিযুক্ত কে আদালতে প্রেরণ করে পুলিশ।

