হাসপাতালে চিকিৎসাধীন পূর্ব ত্রিপুরার সাংসদ কৃতি দেবী দেববর্মার শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানীর আরএমএল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ কৃতি দেবী দেববর্মা। সম্প্রতি এক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। ঘটনায় তার হাত ভেঙে যায় এবং গভীর আঘাতের কারণে হাতে দিতে হয় প্রায় ২৫টি সেলাই। দুর্ঘটনার পরই দ্রুত তাকে দিল্লির আরএমএল হাসপাতালে ভর্তি করা হয়।

আজ হাসপাতালে গিয়ে তার শারীরিক খোঁজখবর নেন সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে সাংসদের চিকিৎসার অগ্রগতির বিষয়ে অবহিত হন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।