ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন করা হয়েছে।

আজ দেবশিল্পী বিশ্বকর্মা পূজা। গোটা দেশের সঙ্গে রাজ্যেও শ্রদ্ধার সঙ্গে পুজিত হচ্ছেন দেব শিল্পীl

আজ প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন করা হয়েছে। এদিন পূজা শেষে টিএসআর জওয়ানদের বিভিন্ন ধরনের হাতিয়ার ও অস্ত্র পূজা অনুষ্ঠিত হয় এবং জওয়ানরা ভগবানের কাছে প্রার্থনা করেন যাতে তাদের অস্ত্র সঠিক সময়ে সঠিক কাজে ব্যবহৃত হয়।