দেশি মদের কারখানায় হানা বিশালগড় পুলিশের

আগরতলা, ১৭ সেপ্টেম্বর : দেশি চুলাই মদের রমরমা কারখানায় বিশালগড় থানার পুলিশের হানা দিয়েছে। পুলিশ এই দুই বাড়ি থেকে মোট ১৭০ লিটার দেশি চোলাই মদ সহ মদ তৈরীর বিভিন্ন সরঞ্জাম ভেঙ্গে গুড়িয়ে দেয়।

ঘটনার জানা গিয়েছে, বিশালগড় থানার অন্তর্গত পূর্ব চাম্পামুরা এলাকার গৌরাঙ্গ শীল এবং চন্দনা দেববর্মার বাড়িতে দীর্ঘদিন ধরে দেশি চুলাই মদ তৈরি করে এবং তা এলাকার যুবকদের হাতে তুলে দিয়ে এলাকার পরিবেশ নষ্ট করছে। অবশেষে বুধবার দুপুরে বিশালগড় থানার ওসি বিজয় দাসের কাছে এই মদের কারখানার গোপন খবর যায়। পরে বিশালগড় থানার ওসি বিজয় দাসের নির্দেশে থানার সাব ইন্সপেক্টর রামমোহন দেববর্মা এবং এসিস্টেন্ট সাব ইন্সপেক্টর অরুণ দেববর্মার নেতৃত্বে বিশাল পুলিশ ও টি এস আর বাহিনী ওই এলাকার গৌরাঙ্গ শীল এবং চন্দনা দেববর্মার বাড়িতে হানা দেয়। পুলিশ এই দুই বাড়ি থেকে মোট ১৭০ লিটার দেশি চোলাই মদ সহ মদ তৈরিতে ব্যবহৃত পচা ভাত সহ মদ তৈরীর বিভিন্ন সরঞ্জাম ভেঙ্গে গুড়িয়ে দেয়।

এদিন দেখা গেছে চন্দনা দেববর্মা পুলিশের সাথে তর্কে জড়িয়ে পড়ে এডিসি এলাকায় মদ তৈরি করছে সেখানে না গিয়ে কেন উনার বাড়িতে পুলিশ অভিযানে আসলো। পুলিশও চন্দনা দেববর্মাকে জবাব দেয় যে তাদের বাড়িতে তৈরি করা মদ খেয়ে এলাকার যুব সমাজ নষ্ট হচ্ছে। এদিন এই মতবিরোধী অভিযানে আসা সাব-ইন্সপেক্টর রামমোহন দেববর্মা সাংবাদিকদের জানিয়েছেন চন্দনা দেববর্মা এবং গৌরাঙ্গ শীলের বিরুদ্ধে পুলিশ ত্রিপুরা এক্সাইজ আইনে একটি মামলা গ্রহণ করবে। পুলিশ আরো জানিয়েছেন বিশালগড় থানার পুলিশ প্রায়ই এই ধরনের নেশা বিরোধী অভিযান করে আসছে এবং আগামী দিনেও তাদের এই অভিযান জারি থাকবে।