৭৫তম জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেশজুড়ে রাজনৈতিক নেতাদের শুভেচ্ছা, নেতৃত্ব ও দৃষ্টিভঙ্গির প্রশংসা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিন উপলক্ষে বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সহ গোটা দেশের রাজনৈতিক নেতৃত্ব শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা প্রধানমন্ত্রী মোদির নেতৃত্ব, দৃষ্টিভঙ্গি ও ভারতের উন্নয়নে তাঁর অবদানের ভূয়সী প্রশংসা করেন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক্স-এ একটি পোস্টে লেখেন, “ভারতের প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় @narendramodi জিকে আন্তরিক জন্মদিনের শুভেচ্ছা ও শুভকামনা। আপনার অসাধারণ নেতৃত্বের মাধ্যমে আপনি কঠোর পরিশ্রমের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং দেশকে উচ্চ লক্ষ্য অর্জনের সংস্কৃতি দিয়েছেন।” তিনি আরও বলেন, “আজ শুধুমাত্র দেশেই নয়, বিশ্বজুড়ে আপনার নেতৃত্বের উপর ভরসা করছে আন্তর্জাতিক সম্প্রদায়। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি সর্বদা সুস্থ ও আনন্দিত থাকুন এবং আপনার অনন্য নেতৃত্বে দেশকে আরও উচ্চতায় নিয়ে যান।”

প্রধানমন্ত্রী মোদি রাষ্ট্রপতির এই শুভেচ্ছার উত্তরে লেখেন, “১৪০ কোটি দেশবাসীর স্নেহ ও সহযোগিতায় আমরা সবসময় একটি শক্তিশালী, সক্ষম ও আত্মনির্ভর ভারতের নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ থাকব। এই পথ চলায় আপনার দৃষ্টিভঙ্গি ও ভাবনা আমাদের জন্য অত্যন্ত প্রেরণাদায়ক।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মোদিকে “ত্যাগ ও নিষ্ঠার প্রতীক” হিসেবে অভিহিত করে লেখেন, “দেশবাসীর কোটি কোটি মানুষের প্রেরণা, ত্যাগ ও নিষ্ঠার প্রতীক, প্রধানমন্ত্রী @narendramodi জিকে জন্মদিনের অন্তর থেকে শুভেচ্ছা। মোদি জি সমাজজীবনে গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে বিরতিহীনভাবে, ক্লান্তিহীনভাবে দেশের কল্যাণে কাজ করে চলেছেন। তিনি প্রতিটি নাগরিকের কাছে ‘ন্যাশন ফার্স্ট’-এর জীবন্ত প্রতিমূর্তি।”

তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব হিন্দিতে লেখেন, “ভারতের নতুন দিশা, নতুন প্রেরণা ও নতুন শক্তি প্রদানকারী মাননীয় প্রধানমন্ত্রী @narendramodiji-কে জন্মদিনের পবিত্র উপলক্ষে হৃদয় থেকে প্রণাম। আপনার দেখানো পথে ভারত একটি সমৃদ্ধ, শক্তিশালী ও উন্নত রাষ্ট্রে পরিণত হবে এবং ২০৪৭ সালের ‘উন্নত ভারত’ এর সংকল্প পূর্ণ হবে।”

কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেন, “প্রধানমন্ত্রী তাঁর সারাজীবন নিঃস্বার্থভাবে জাতির সেবায় উৎসর্গ করেছেন। আমি তাঁর দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করি। তিনি সবসময় নিশ্চিত করেছেন যে সরকারের কল্যাণমূলক প্রকল্পগুলি দেশের প্রতিটি নাগরিকের কাছে পৌঁছচ্ছে।” তিনি আরও বলেন, “তিনি সমাজ ও জাতির সেবায় ৫০ বছর উৎসর্গ করেছেন এবং আন্তর্জাতিক স্তরে ২৭টি পুরস্কার অর্জন করেছেন—তিনি একাধারে জনপ্রিয় ও সিদ্ধান্তমূলক নেতা।”

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানান। এক্স-এ তিনি লেখেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জিকে জন্মদিনের শুভেচ্ছা ও সুস্বাস্থ্যের কামনা করছি।”

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এক্স-এ লেখেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জিকে জন্মদিনের শুভেচ্ছা। ঈশ্বর তাঁকে সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন দান করুন।”

প্রধানমন্ত্রীর এই মাইলস্টোন জন্মদিনে রাজ্য ও জাতীয় স্তরের নেতারা তাঁর নীতিনির্ধারণ, শাসনকৌশল ও আত্মনির্ভর ভারতের স্বপ্ন বাস্তবায়নের প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। জন্মদিনের এই উপলক্ষে গোটা দেশে স্বাস্থ্য, কল্যাণ ও উন্নয়নকেন্দ্রিক নানা কর্মসূচির সূচনা হয়েছে, যা জাতীয় স্তরে এক উদযাপনের আবহ তৈরি করেছে।