আগরতলা, ১৬ সেপ্টেম্বর : আগামী ২২ সেপ্টেম্বর নবরূপে সজ্জিত উদয়পুর মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরের উদ্বোধন করতে ত্রিপুরা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সফরকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ইতিমধ্যেই আগরতলায় এসে পৌঁছেছে এসপিজি টিম।
প্রসঙ্গত, আগামী ২২ সেপ্টেম্বর নবরূপে সজ্জিত উদয়পুর মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরের উদ্বোধন করতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওইদিন দুপুর তিনটায় রাজ্যে অবতরণ করবেন। তারপর সোজা প্রসাদ প্রকল্পে গড়ে উঠা উদয়পুর মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের উদ্ভোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি। সেখানে উদ্বোধন পর্বের পর মায়ের মন্দিরে পুজো দিয়ে রাজ্য ত্যাগ করবেন।সেই সফরের নিরাপত্তা খতিয়ে দেখতেই আজ আগরতলায় পৌঁছেছে এসপিজি টিম।
ওই টিমের সাথে প্রধানমন্ত্রীর গাড়ি ও তাঁর কনভয়ের বাকি যানবাহন রাজ্যে এসেছে। ভারতীয় বিমান বাহিনীর বিশেষ বিমান গজরাজে চেপে এসপিজি টিম রাজ্যে এসেছে। তাঁদের আগরতলায় রেখে ওই বিমান ফিরে গেছে।

