ত্রিপুরায় আসলেও ভাষণ দেবেন না প্রধানমন্ত্রী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর : আগামী ২২ সেপ্টেম্বর নবরূপে সজ্জিত উদয়পুর মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরের উদ্বোধন করতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু সেখানে কোন জনসভায় ভাষণ দেবেন না প্রধানমন্ত্রী। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা।

এদিন তিনি বলেন, সব ঠিকঠাক থাকলে আগামী ২২ সেপ্টেম্বর বেলা তিনটায় তিনি আগরতলায় আসবেন। তারপর সোজা প্রসাদ প্রকল্পে গড়ে উঠা উদয়পুর মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের উদ্ভোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে উদ্বোধন পর্বের পর মায়ের মন্দিরে পুজো দিয়ে রাজ্য ত্যাগ করবেন তিনি। সেখানে কোন জনসভায়৷ বা অনুষ্ঠানে ভাষণ দেবেন না প্রধানমন্ত্রী।