৫৮ তম ইঞ্জিনিয়ার দিবস উপলক্ষে পাবলিক ওয়ার্কার ডিপার্টমেন্ট ও দ্য ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার ত্রিপুরা শাখার যৌথ উদ্যোগে প্রভাতফেরী অনুষ্ঠিত

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: ৫৮ তম ইঞ্জিনিয়ার দিবস উপলক্ষে পাবলিক ওয়ার্কার ডিপার্টমেন্ট ও দ্য ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার ত্রিপুরা শাখার যৌথ উদ্যোগে আজ সকালে এক প্রভাতফেরী অনুষ্ঠিত হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন ও ডেপুটি সেক্রেটারি (ত্রিপুরা সরকার) তথা চিফ ইঞ্জিনিয়ার রাজীব দেববর্মা সহ ইঞ্জিনিয়ার পরমানন্দ সরকার ব্যানার্জি।
এদিনের এই র‍্যালিতে বিভিন্ন ইনস্টিটিউটের ইঞ্জিনিয়ার পড়ুয়া ছাত্রছাত্রীরা সহ ইঞ্জিনিয়াররা অংশগ্রহণ করেন। এদিন আগরতলার উজ্জয়ন্ত প্যালেসের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় উজ্জয়ন্ত প্যালেসে সামনে গিয়ে শেষ হয়।

সেখানে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কিশোর বর্মন,
মোক্ষাগুন্দম বিশ্বেশ্বরায়া ছিলেন ভারতের প্রখ্যাত প্রকৌশলী, শিক্ষাবিদ ও প্রশাসক। তিনি কর্ণাটকের মুডেনাহল্লিতে জন্মগ্রহণ করেন। খড়কবাসলা বাঁধে স্বয়ংক্রিয় বন্যা নিয়ন্ত্রণ গেট উদ্ভাবনের মাধ্যমে বিশেষ খ্যাতি অর্জন করেন। ১৯১২ থেকে ১৯১৮ সাল পর্যন্ত মাইসোর রাজ্যের দেৱান হিসেবে শিল্প, শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে অসাধারণ ভূমিকা পালন করেন।
তাঁর অবদানের জন্য ভারত সরকার ১৯৫৫ সালে তাঁকে ভারত রত্ন সম্মানে ভূষিত করে। প্রতি বছর তাঁর জন্মদিন ১৫ সেপ্টেম্বর সারা দেশে ইঞ্জিনিয়ার্স ডে হিসেবে পালিত হয়।