এনপিসিআই বাড়াল ইউপিআই লেনদেনের সীমা, P2M লেনদেনের সর্বোচ্চ সীমা ১০ লক্ষ দৈনিক

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর : দেশের ডিজিটাল লেনদেন আরও সহজ ও নিরাপদ করতে জাতীয় পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস-এর লেনদেন সীমা বাড়িয়েছে। সোমবার থেকে ব্যবহারকারীরা যাচাইকৃত মার্চেন্টদের সঙ্গে দৈনিক সর্বোচ্চ ১০ লক্ষ পর্যন্ত ব্যক্তিগত থেকে ব্যবসায়ীর লেনদেন করতে পারবেন।

এনপিসিআই গত মাসে প্রকাশিত পরিপত্রে জানিয়েছে, P2M লেনদেনের প্রতি লেনদেনের সর্বোচ্চ সীমা ৫ লক্ষে উন্নীত হয়েছে এবং দৈনিক মোট সীমা ১০ লক্ষ নির্ধারণ করা হয়েছে। এই সীমা বিমা প্রিমিয়াম, মূলধন বাজার, ভ্রমণ, সংগ্রহ এবং সরকারি ই-মার্কেটপ্লেস সহ বিভিন্ন খাতে প্রযোজ্য।

বিমা এবং মূলধন বাজারে বিনিয়োগের ক্ষেত্রে প্রতি লেনদেনের সীমা ২ লক্ষ থেকে বৃদ্ধি পেয়ে ৫ লক্ষ হয়েছে, যেখানে দৈনিক সর্বোচ্চ সীমা ১০ লক্ষ ধরা হয়েছে। জিইএম-এ কর পরিশোধ ও অগ্রিম জমা লেনদেনের সীমাও ১ লক্ষ থেকে বৃদ্ধি পেয়ে ৫ লক্ষ হয়েছে।

সেই সঙ্গে ক্রেডিট কার্ডের বিল পরিশোধেও প্রতিলেনদেন সর্বোচ্চ ৫ লক্ষ এবং দৈনিক সীমা ৬ লক্ষ নির্ধারণ করা হয়েছে। তবে ব্যক্তি থেকে ব্যক্তির লেনদেনের সীমা অপরিবর্তিত রয়েছে, যা দৈনিক ১ লক্ষ।

এই সীমা বৃদ্ধি দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও সক্রিয় ও প্রবৃদ্ধি দেবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।