গাড়ির গোপন চেম্বার থেকে ৩ কোটি টাকার ইয়াবা সহ আটক এক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর : বিলাসবহুল যাত্রীবাহী গাড়ির তেলের ট্যাঙ্ক ব্যবহার করে মাদক সামগ্রী পাচারের সময় কাস্টমসের হাতে আটক করা হয় গাড়িটি। তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট এলাকায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার এম.ডি মহিবুল্লাহ নামের যুবক। আটক করা হয় টি ০৬২৫ – টিআর -২৩৭৮সি নম্বরের একটি যাত্রীবাহী বুলেরো গাড়ি।

আসাম-আগরতলা জাতীয় সড়ক ধরে গাড়িটি তেলের ট্যাংকের ভেতরে গোপন চেম্বার বানিয়ে তিন কেজি ইয়াবা মাদক ট্যাবলেট ধর্মনগর থেকে সোনামুড়া সীমান্ত সংলগ্ন এলাকায় পাচার করার সময় গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস তেলিয়ামুড়া সিপিএফ-এর আধিকারিকদের হাতে আটক হয় চাকমাঘাট এলাকায়। সেই সঙ্গে এই পাচার কাজে যুক্ত গাড়িটির চালক বক্সনগরের বাসিন্দা এম.ডি মহিবুল্লাহ’কেও আটক করে কাস্টমস আধিকারিকরা।

আটককৃত ইয়াবার ট্যাবলেট গুলির বাজার মূল্য তিন কোটি দশ লক্ষ টাকা হবে বলে জানায় এই অভিযানের নেতৃত্বে থাকা কাস্টমস আধিকারিক।