নাগাল্যান্ডে টানা ভারী বৃষ্টিপাত ও ধস: জাতীয় সড়ক-২৯–এর সংযোগ বিচ্ছিন্ন, বিপর্যস্ত জনজীবন

ডিমাপুর, ১৫ সেপ্টেম্বর: নাগাল্যান্ডে টানা ভারী বৃষ্টিপাতের জেরে চাথে, পাগলাপাহাড় ও নিউ চুমুকেদিমা অঞ্চলে একাধিক ভূমিধস দেখা দিয়েছে। এর ফলে জাতীয় সড়ক-২৯–এর উপর দিয়ে যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। চাথে ব্রিজ থেকে নিউ চুমুকেদিমা পর্যন্ত এলাকায় একাধিক স্থানে ধস নামায় ডিমাপুর-চুমুকেদিমা-কোহিমা মহাসড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই প্রাকৃতিক দুর্যোগের ফলে এখনো পর্যন্ত কোনো প্রাণহানি বা আহতের খবর পাওয়া যায়নি।

চাথে নদীর জল বিপদসীমার ওপরে চলে যাওয়ায় চুমুকেদিমা ও সিথেকেমা গ্রামের সংযোগকারী একটি ঝুলন্ত সেতু ভেঙে গেছে। ফলে ওই অঞ্চলের যোগাযোগব্যবস্থা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ডিমাপুর শহরের একাধিক নিচু এলাকায় জল ঢুকে পড়ায় বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জনজীবনে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে। এছাড়াও কোহিমা, ফেক ও ত্সেমিনিউ জেলায়ও একাধিক ভূমিধসের খবর পাওয়া গেছে।

পরিস্থিতি মোকাবিলায় ডিমাপুরের অফিসিয়েটিং পুলিশ কমিশনার-কাম-ডেপুটি পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) এক ভ্রমণ উপদেশ জারি করেছেন। এতে সব যাত্রী ও পরিবহণ কর্মীদের বিকল্প পথ গ্রহণ ও নির্ধারিত সময়সূচি অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যতদিন না পর্যন্ত ক্ষতিগ্রস্ত রাস্তা পুনরুদ্ধার করা হচ্ছে, ততদিন জাতীয় সড়ক-২৯–এ যান চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। পরিস্থিতির উন্নয়নের দিকে নজর রাখছে প্রশাসন।