নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৪ সেপ্টেম্বর:
ত্রিপুরার মুঙ্গিয়াকামী থানাধীন চাকমাঘাট এলাকায় কাস্টমস ও আসাম রাইফেলসের যৌথ অভিযানে উদ্ধার হলো প্রায় তিন কোটি টাকার ইয়াবা ট্যাবলেট। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই বিশেষ অভিযানে আটক করা হয়েছে নম্বরবিহীন একটি বোলেরো গাড়ি এবং গ্রেপ্তার হয়েছে বক্সনগরের এক যুবক। উদ্ধার হওয়া প্রায় ৩ কেজি ওজনের ইয়াবার বাজারমূল্য তিন কোটি টাকারও বেশি বলে জানা গেছে।
রবিবার বিকেল থেকে কাস্টমস ও আসাম রাইফেলসের জওয়ানরা টানা নজরদারিতে ছিলেন। অবশেষে চাকমাঘাট এলাকায় সন্দেহজনক গাড়িটিকে থামিয়ে তল্লাশি চালিয়ে বিশাল পরিমাণ মাদক জব্দ করতে সক্ষম হন তারা। অভিযানের খবর ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।এই অভিযানে কাস্টমস ও আসাম রাইফেলসের দক্ষতা ও তৎপরতার প্রশংসা সর্বত্র শোনা যাচ্ছে। তবে এর পাশাপাশি প্রশ্ন উঠছে স্থানীয় থানাগুলির ভূমিকা নিয়ে। কারণ, আসাম-আগরতলা জাতীয় সড়ক হয়ে এই গাড়িটি একাধিক থানা এলাকা অতিক্রম করলেও কোথাও কোনো বাধার সম্মুখীন হয়নি। অভিযোগ উঠছে, তেলিয়ামুড়া ও মুঙ্গিয়াকামী থানার গোয়েন্দা তৎপরতা কার্যত শূন্য। প্রতিদিনই এই সড়ক দিয়ে মাদক পাচার হলেও থানার পক্ষ থেকে তেমন কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়ে না।সচেতন মহলের দাবি, মাদকবিরোধী লড়াইয়ে স্থানীয় থানাগুলির দায়িত্ব ও জবাবদিহিতা আরও জোরদার করা জরুরি। একমাত্র প্রশাসনিক সংস্থাগুলির পারস্পরিক সমন্বয় ও সক্রিয়তা থাকলেই মাদক চক্রকে রুখে দেওয়া সম্ভব হবে।
তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার ও যুবক গ্রেপ্তারের ঘটনায় সমগ্র তেলিয়ামুড়া মহকুমায় তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।
2025-09-14

