স্বামীর শ্রাদ্ধানুষ্ঠানের দিন স্ত্রীর অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: স্বামীর শ্রাদ্ধানুষ্ঠানের দিন সাত সকালে স্ত্রীর অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় রাজধানী শহর সংলগ্ন ঘটনা সাধুটিলা রেল ব্রিজ সংলগ্ন এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পূর্ব থানার পুলিশ এবং ডগ স্কট ও ফরেনসিক টিম।

জানা যায়, মৃত মহিলার নাম গীতা সূত্রধর বয়স আনুমানিক ২৭ বছর। চলতি মাসের গত ৯ তারিখ কোন একটি দুর্ঘটনায় তার স্বামীর মৃত্যু হয়। তার স্বামী ওএনজিসিতে লেবারের কাজ করতেন । আজ তার স্বামীর শ্রাদ্ধ অনুষ্ঠান ছিল। কিন্তু তার আগেই এ মহিলার মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য গোটা এলাকায় । পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নিয়েছে। এই মহিলার শ্বশুর এবং দেবরকে পুলিশ জিজ্ঞাসা করার জন্য থানায় নিয়ে যায় বলে জানিয়েছেন পূর্ব আগরতলা থানার ওসি সুব্রত দেবনাথ।