গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মণিপুর সফরকে ঘিরে কড়া সমালোচনায় মুখর হল কংগ্রেস। দুই বছর আগে রাজ্যে জাতিগত হিংসা শুরুর পর এতদিন পেরিয়ে অবশেষে প্রধানমন্ত্রীর সফরকে “দুর্ভাগ্যজনক”, “প্রহসন” এবং “আহত মানুষের প্রতি অপমান” বলে আক্রমণ করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র ও দলীয় সভাপতি মল্লিকার্জুন খড়গে। কেরালার ওয়ানাডে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কা বলেন, “এতদিন ধরে মানুষ প্রাণ হারাচ্ছেন, গৃহহীন হচ্ছেন, আর প্রধানমন্ত্রী এত দেরিতে সেখানে যাচ্ছেন — এটা অত্যন্ত দুঃখজনক। দেশের যে কোনও অংশে দুর্দশা দেখা দিলে আগে প্রধানমন্ত্রীরা দ্রুত সেখানে গিয়েছেন। এই সফর অনেক আগেই হওয়া উচিত ছিল।”
অন্যদিকে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে এক্স (সাবেক টুইটার)-এ মোদীর তিন ঘণ্টার সফরকে “প্রহসন”, “লোকদেখানো” এবং “আহত জনতার প্রতি অপমান” বলে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, “৮৬৪ দিন ধরে মণিপুরে হিংসা চলছে। প্রায় ৩০০ জন প্রাণ হারিয়েছেন, ৬৭,০০০ মানুষ বাস্তুচ্যুত, ১,৫০০ জনেরও বেশি আহত। এই সময়ে প্রধানমন্ত্রী ৪৬টি বিদেশ সফর করেছেন, কিন্তু মণিপুরে একবারও যাননি। তাঁর শেষ মণিপুর সফর হয়েছিল জানুয়ারি ২০২২-এ, তাও নির্বাচনের কারণে।” খড়গে আরও বলেন, “ইম্ফল ও চূড়াচাঁদপুরে রোডশো করে তিনি রিলিফ ক্যাম্পে থাকা বাস্তুচ্যুতদের মুখোমুখি হওয়া থেকে পালাচ্ছেন।”
অমিত শাহকেও কাঠগড়ায় তুলে কংগ্রেস সভাপতি বলেন, “মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারির পর প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা আড়াল করা হয়েছে। হিংসা বন্ধ হয়নি। আইন-শৃঙ্খলার দায়িত্ব বিজেপির ছিল। সীমান্ত সুরক্ষা ও জাতীয় নিরাপত্তার দায়িত্বও কেন্দ্রের। তাতেও গাফিলতি রয়েছে।”
প্রধানমন্ত্রী মোদী বর্তমানে তিনদিনের উত্তর-পূর্ব সফরে রয়েছেন। সফরের অংশ হিসেবে মণিপুরের চূড়াচাঁদপুরে ৭,৩০০ কোটিরও বেশি মূল্যের একাধিক প্রকল্পের শিলান্যাস করেন তিনি। এর মধ্যে রয়েছে মণিপুর আরবান রোডস, ড্রেনেজ ও অ্যাসেট ম্যানেজমেন্ট প্রকল্প (৩,৬০০ কোটি), পাঁচটি জাতীয় সড়ক প্রকল্প (২,৫০০ কোটি), মণিপুর ইনফোটেক ডেভেলপমেন্ট প্রকল্প, ও রাজ্যের নয়টি জায়গায় কর্মরত মহিলাদের জন্য হোস্টেল নির্মাণ। এছাড়া ইম্ফলে ১,২০০ কোটির বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি এবং একটি জনসভায় ভাষণও দেন।

