রাতের আঁধারে চোরের হাতে আক্রান্ত বাড়ির মালিক, হাসপাতালে চিকিৎসাধীন

আগরতলা, ১৩ সেপ্টেম্বর : রাতের আঁধারে চোরের হাতে আক্রান্ত হয়েছে বাড়ির মালিক। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছে। ওই ঘটনায় সাব্রুম থানার অন্তর্গত ইন্দিরা নগর গ্রাম পঞ্চায়েতের এক নাম্বার ওয়ার্ডে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, রাত আনুমানিক ২ টা ৩০ নাগাদ চোরের দল গরু চুরি করার উদ্দেশ্যে সাব্রুম থানার অন্তর্গত ইন্দিরা নগর গ্রাম পঞ্চায়েতের এক নাম্বার ওয়ার্ড এর দাসপাড়া এলাকায় যুবরাজ দাসের বাড়িতে হানা দেয় চোরের দল। যুবরাজ দাস বাইরে লোকের আনাগোনা টের পেয়ে দেখতে গেলে চোরের দল বাড়ির মালিক যুবরাজ দাস কে বেধড়কভাবে মারধর করে।
পরবর্তী সময়ে যুবরাজ দাসের চিৎকার শুনতে পেয়ে বাড়ির লোকজন বেরিয়ে আসলে চোরের দল সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তী সময়ে বাড়ির লোকজন যুবরাজ দাসকে সাব্রুম হাসপাতালে আহত অবস্থায় নিয়ে গেলে শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে সাব্রুম হাসপাতালের স্থানান্তর করেন।

সেখান থেকে শান্তিরবাজার জেলা হাসপাতালে স্থানান্তর করেন। উল্লেখ, এই এলাকায় প্রতিনিয়ত সীমান্তে বিএসএফের টহলদারি থাকা সত্ত্বেও বাংলাদেশ থেকে চোরের দল সীমান্তের তারকাটা কেটে ভারতে প্রবেশ করে প্রায়োসই বিভিন্ন বাড়ি থেকে গরু চুরি করে নিয়ে যায় এবং রাতের আধারে বাড়ির লোকজন বাধা দিলে বাড়ির মালিকের উপরেও আক্রমণ শুরু করে। এই সম্পূর্ণ ঘটনায় বিএসএফ এর নজরদারি এখন প্রশ্নচিহ্নের মুখে।