আইজল: প্রধানমন্ত্রী মোদীর ভাষণে উত্তর-পূর্ব ভারতের উন্নয়নের বার্তা, ৯,০০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস

আইজল, ১৩ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার মিজোরামের রাজধানী আইজলে এক বিশাল জনসভায় ভাষণ দিতে গিয়ে বলেন, “উত্তর-পূর্ব ভারত আজ ভারতের উন্নয়নের ইঞ্জিন হয়ে উঠেছে। গত ১১ বছরে এই অঞ্চল অভূতপূর্ব অগ্রগতি করেছে এবং এখন ‘ফ্রন্টিয়ার’ নয়, ‘ফ্রন্ট রানার’।”

এই উপলক্ষে প্রধানমন্ত্রী ৫১.৩৮ কিমি দীর্ঘ বৈরাবি-সাইরাং রেল প্রকল্পের উদ্বোধন করেন, দিল্লি, কলকাতা ও গুয়াহাটি -র সঙ্গে আইজলকে সংযুক্ত করে তিনটি নতুন ট্রেনের সূচনা করেন এবং ৯,০০০ কোটিরও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী বলেন, “কালাদান মাল্টিমোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প চালু হলে মিজোরামসহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত হবে। এর মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে। বাণিজ্য ও পর্যটন খাতে নতুন দিগন্ত খুলে যাবে।”

তিনি জানান, রেল, সড়ক, বিমান ও জলপথ—সব ধরণের যোগাযোগ ব্যবস্থায় বিপুল উন্নয়ন হয়েছে এবং তা ভবিষ্যতেও চলবে। উত্তর-পূর্বে ‘উড়ান’ প্রকল্পের আওতায় নতুন বিমান ও হেলিকপ্টার পরিষেবা চালু হচ্ছে। আইজল থেকেও শীঘ্রই হেলিকপ্টার পরিষেবা চালু হবে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, “পূর্বতন সরকারগুলি কেবল ভোটব্যাঙ্কের রাজনীতি করত। তার ফলে উত্তর-পূর্ব বহু বছর পিছিয়ে পড়েছিল। আজ সেই অবহেলিত রাজ্যগুলিই উন্নয়নের শীর্ষে রয়েছে আমাদের পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গির কারণে।”

মোদী বলেন, “মিজোরাম বহু প্রতিভাবান ক্রীড়াবিদ তৈরি করেছে। খেলো ইন্ডিয়া নীতির মাধ্যমে মিজোরামের যুব সমাজ নতুন সুযোগ পাবে।” তিনি জানান, উত্তর-পূর্বে ইতিমধ্যেই ৪,০০০-এর বেশি স্টার্টআপ গড়ে উঠেছে। মিজোরামের যুবকরাও এতে অংশ নিচ্ছেন।

প্রধানমন্ত্রী বলেন, “দিল্লিতে অনুষ্ঠিত ‘অষ্টলক্ষ্মী উৎসব’-এ উত্তর-পূর্বের রাজ্যগুলি কৃষিপণ্য, হস্তশিল্প ও পর্যটন সম্ভাবনা তুলে ধরেছে। মিজোরামের বাঁশ, অর্গানিক আদা, হলুদ—এই সমস্ত ফসল রাজ্যের আর্থিক সমৃদ্ধি এনে দিতে পারে।” তিনি জানান, ‘রাইজিং নর্থইস্ট ইনভেস্টর সামিট’-এ বিপুল বিনিয়োগ প্রস্তাব এসেছে।

তিনি বলেন, “আমাদের সরকার জিএসটি সংস্কারের মাধ্যমে ওষুধ, বিমার মতো জরুরি পরিষেবাগুলিতে কর কমিয়ে সাধারণ মানুষকে স্বস্তি দিয়েছে। কংগ্রেস আমলে এগুলিতে চড়া কর ছিল।”

‘অপারেশন সিন্দুর’ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “ভারতের সেনাবাহিনী ও ‘মেড ইন ইন্ডিয়া’ অস্ত্রশস্ত্র বিশ্ববাসীকে ভারতের শক্তি দেখিয়েছে।” তিনি পুনর্ব্যক্ত করেন, “ভারত আজ বিশ্বের দ্রুততম বৃদ্ধি পাচ্ছে এমন অর্থনীতি।”

উল্লেখ্য, ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর এটি ছিল মোদীর দ্বিতীয় মিজোরাম সফর। আইজল সফর শেষে তিনি মনিপুরের উদ্দেশে রওনা দেন।